বুধবার, ০১ মে ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন

আবারও ব্যলন ডি’অর জয়ীর নাম ফাঁস!

আবারও ব্যলন ডি’অর জয়ীর নাম ফাঁস!

অনলাইন বিজ্ঞাপন

স্পোর্টস ডেক্স:

এবারের ব্যলন ডি’অর নিয়ে বেশ নাটক চলছে। কিছুদিন আগে একদফা ফাঁস হয়েছিল এবারের ব্যলন ডি’অর জয়ীর নাম।

পুরস্কার ঘোষণার দুই দিন আগে আরেক দফা নাম ফাঁস হওয়ার ঘটনা ঘটল। এবার স্পেনের ‘মুন্দো দেপোর্তিভো’সহ ইউরোপের আরও কিছু সংবাদমাধ্যম একযোগে জানিয়েছে, এবারের ব্যালন ডি’অর বিজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো! এর আগে অবশ্য ব্যলন ডি’অর জয়ী হিসেবে মেসির নাম ‘ফাঁস’ হয়েছিল।

আগামী বৃহস্পতিবার ফরাসি ফুটবলবিষয়ক সাময়িকী ফ্রান্স ফুটবল  ঘোষণা করবে এ বছরের ব্যালন ডি’অর জয়ীর নাম। প্রতিযোগিতা সময়ের সেরা দুই ফুটবল মহাতারকার মাঝেই। একজন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি এবং অপরজন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। পুরস্কার ঘোষণার আগেই দুজনের নামই বিজয়ী হিসেবে ফাঁস হওয়ায় ধন্দে পড়ে গেছেন সমর্থকরা।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো শুধু নাম প্রকাশ করেই দায়িত্ব শেষ করেনি; তারা বলেছে, রোনালদো আইফেল টাওয়ারের ওপরে দাঁড়িয়ে ফ্রান্সের সাবেক উইঙ্গার ডেভিড জিনোলার হাত থেকে বর্ষসেরার ট্রফি নেবেন! দুই বছর আগে ফিফার সঙ্গে বিচ্ছেদের পর ব্যালন ডিঅ’র প্রতিযোগিতার হারানো গৌরব পুনরুদ্ধারে এবারের অনুষ্ঠানটি আইফেল টাওয়ারের ওপর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ‘ফ্রান্স ফুটবল’ কর্তৃপক্ষ।

রোনালদো যদি এবার সত্য সত্যই ব্যলন ডি’অর জিতে নেন, তাহলে শিরোপার সংখ্যায় চিরপ্রতিদ্বন্দ্বী মেসির পাশে বসবেন তিনি। বার্সেলোনা ফরোয়ার্ড এ পর্যন্ত পাঁচবার ব্যালন ডিঅ’র জিতেছেন।

অন্যদিকে রিয়াল মাদ্রিদ সুপারস্টারের ঝুলিতে উঠেছে ৪টি ব্যলন ডি’অর। আগামীকাল বুধবার বরুশিয়ার বিপক্ষে ম্যাচ শেষ করেই নাকি ক্লাব প্রধান ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে ফ্রান্সের বিমানে উঠবেন রোনালদো! বাকীটা পরিস্কার হবে বৃহস্পতিবারেই।কালেরকণ্ঠ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM