মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

স্ট্রোকে পর্যটকের মৃত্যু

স্ট্রোকে পর্যটকের মৃত্যু

অনলাইন বিজ্ঞাপন

ফাইল ছবি।

 

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোবাইলে কথা বলতে বলতে এক পর্যটক স্ট্রোক করে মৃত্যু বরণ করেছেন। শনিবার (২৭ এপ্রিল) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্ট বেলাভূমিতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া পর্যটক মতিউর রহমান কুমিল্লার বাসিন্দা বলে জানা গেছে।

সৈকতের লাইফগার্ড সুপারভাইজার মোহাম্মদ ওসমান তথ্যটি নিশ্চিত করে জানান, পর্যটক মতিউর রহমান সকাল সাড়ে ৯টার দিকে সমুদ্র সৈকতে নামেন। পায়ের গোড়ালি পরিমাণ পানিতে দাঁড়িয়ে তিনি ফোনে কথা বলছিলেন আর ঢেউ উপভোগ করছিলেন। এমন সময় হঠাৎ সৈকতের বেলাভূমিতে পড়ে যান তিনি।

ওসমান আরো বলেন, এটা দেখে সৈকতে দায়িত্বরত লাইফগার্ড কর্মীরা দ্রুত তার কাছে ছুঁটে যান। তাকে উদ্ধার করে ততক্ষণাত নেয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে। সেখানে পৌছে পরীক্ষা নিরীক্ষার পর পর্যটক মতিউর রহমান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, প্রাথমিক ভাবে ধারণা করছি, মতিউর রহমান হার্ট অ্যাটাকে মারা গেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। মরদেহটি গাসপাতাল মর্গে রয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM