শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন

রোহিঙ্গাদের উপর নজিরবিহীন নিপীড়ন চালানো হচ্ছে- ধর্মমন্ত্রী

রোহিঙ্গাদের উপর নজিরবিহীন নিপীড়ন চালানো হচ্ছে- ধর্মমন্ত্রী

অনলাইন বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, শত বছর ধরে রোহিঙ্গা মুসলমানরা মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাস করছে। কিন্তু দেশটির সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব, মৌলিক অধিকার ও মানাবাধিকার হরণ করছে। তাদের উপর নজিরবিহীন নিপীড়ন চালাচ্ছে। তাদের দেশ ত্যাগের বাধ্য করছে। মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের হলরুমে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।
তিনি বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁর আহবানে বিশ্ব আজ রোহিঙ্গাদের পাশে দাড়িয়েছে। তাই বিশ্ব মিডিয়া আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাদার অব হিউমিনিট উপাধি দিয়েছেন।
মন্ত্রী বলেন, সন্ত্রাস আর জঙ্গিবাদ প্রতিরোধে বাংলাদেশ আজ বিশ্বের কাছে মডেল।
রোহিঙ্গাদদের মানবিক বিপর্যয়ের সুযোগ নিয়ে মওদুদী জামায়াত গোষ্ঠী যেন তাদেরকে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত করতে না পারে   সেজন্য সবাইকে সজাগ থাকার অাহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, ধর্মমন্ত্রনালয়ের সচিব অানিসুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, বোর্ড অব গর্ভণরস ইসলামী ফাউন্ডেশনের গর্ভনর আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মিছবাহুর রহমান চৌধুরী প্রমুখ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM