শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন

টেকনাফে স্বাস্থ্যপরিদর্শকের তদারকি নেই-মিয়াদ উত্তীর্ণ পণ্যের ছড়াছড়ি

টেকনাফে স্বাস্থ্যপরিদর্শকের তদারকি নেই-মিয়াদ উত্তীর্ণ পণ্যের ছড়াছড়ি

অনলাইন বিজ্ঞাপন

ফয়েজুল ইসলাম রানা, টেকনাফ
টেকনাফ উপজেলা ও পৌর এলাকা স্বাস্থ্য ইন্সপেক্টরের তদারকি নেই, দীর্ঘ দিন যাবৎ। ফলে হাট বাজার সমূহে পচাঁ-বাসি, মেয়াদ উত্তীর্ণ পণ্যে সয়লাব হয়ে পড়েছে। স্থানীয় জনগন জানায়, টেকনাফে খাবার হোটেল, কুলিং কর্ণার, বেকারী, ফাষ্ট ফুডের দোকান সমূহে মেয়াদ উত্তীর্ণ পণ্যের ভরপুর হয়ে পড়েছে। যে কোন সময় কোল্ড জাতীয় খাবার খেতে গেলেই চোখে পড়ে মেয়াদ উত্তীর্ণ জিনিস পত্র। এদের মধ্যে রয়েছে মিনারেল ওয়াটার, বিভিন্ন জাতীয় জুস, মিষ্টি জাতীয় দ্রব্য, বিভিন্ন তৈলাক্ত খাবার, বিস্কিট সহ হরেক রকম খাবার দ্রব্য। এ সমস্ত পণ্যাদির যেমন খাবারের তারিখ থাকেনা তেমনি নেই বি এস টি আই কোন সীল। হরেক রকম কোম্পানী দেশের নাম করা ফ্যাক্টারীর মোড়ক ব্যবহার করে নকল জিনিসে ভরপুর করেছে। মুনাফাখুরী এক শ্রেণীর দোকানদার সস্তা পণ্য গুলো বিক্রি করছে। এ সমস্ত ভেজাল, মেয়াদ উত্তীর্ণ ও পচাঁ-বাসি খাবার খেয়ে অনেক লোক বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। আবার অনেকেই পেঠের পীড়ায় আক্রান্ত হয়ে রোগান্তর হয়ে পড়েছে। স্থানীয় লোকজন জানায়, এর এক মাত্র কারন হচ্ছে দীর্ঘ দিন পর্যন্ত স্বাস্থ্য ইন্সপেক্টরের ভ্রাম্যমান অভিযান না থাকায় দোকানীরা এ পন্য বিক্রি করতে সাহস পাচ্ছে। সূত্রে জানায়, টেকনাফ পৌর এলাকার স্বাস্থ্য ইন্সপেক্টর বর্তমানে সদর হাসপাতালের ষ্টোরকিপারের দায়িত্ব পালন করছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM