বুধবার, ০১ মে ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন

টেকনাফে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

অনলাইন বিজ্ঞাপন

কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। একটি কাঠের নৌকা জব্দ করা হয়।

রোববার (৭ এপ্রিল) দিবাগত রাতে টেকনাফ সাবরাং নাফ নদী এলাকা থেকে মাদকগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, মিয়ানমার থেকে মাদকের একটি চালান নাফ নদী পথে বাংলাদেশে আসতে পারে। ওই সংবাদে বিজিবি সদস্যরা রোববার রাত ২টার দিকে সাবরাং এলাকায় নাফ নদীতে কাঠের নৌকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করে। এসময় তারা নৌকা ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে কাঠের নৌকার ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইসঙ্গে কাঠের নৌকাটিও জব্দ করা হয়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এই কর্মকর্তা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM