মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

সাংবাদিকদের জন্য নয়া টুল ফেসবুকের

সাংবাদিকদের জন্য নয়া টুল ফেসবুকের

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥

ব্রেকিং নিউজের জন্য আর চোখ রাখতে হবে না ট্যুইটারে। সেরকমই চ্যালেঞ্জ নিল ফেসবুক। ব্রেকিং কিংবা ট্রেন্ডিং-এর জন্য বিশেষ ‘টুল’ নিয়ে এল এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। নয়া এই পরিষেবার নাম ‘সিগন্যাল’। সাংবাদিকদের জন্য বিশেষভাবে তৈরি এই ‘টুল’। ফেসবুক আর ইনস্টাগ্রাম দুটি মাধ্যমেই ‘সিগন্যাল’ পাওয়া যাবে।
ফেসবুকের পক্ষে অ্যান্ডিং মিশেল তাঁর ব্লগে লিখেছেন, আমরা জানতে পেরেছি সাংবাদিকরা তাদের খবরের জন্য ফেসবুককে আরও ভালোভাবে ব্যবহার করতে চায়। সেই কারণেই ফেসবুকের এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি।
আরও বলা হয়েছে, নয়া এই উদ্যোগে সাংবাদিকরা সব ধরনের খবরের সোর্স হিসেবে ফেসবুককে ব্যবহার করতে পারবে। একই জায়গায় পাবে খেলা, বিনোদন সহ সব ধরনের খবর পাওয়া যাবে এই ‘সিগন্যাল’-এ।
ট্রেন্ডিং খবর সবার আগে পাওয়া যাবে বলেও দাবি জানিয়েছে ফেসবুক। কোন রাজনীতিবিদ, খেলোয়াড়, গায়ক কিংবা অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে ফেসবুকে সবথেকে বেশি আলোচনা হচ্ছে সেই খবরও পাওয়া যাবে এখানে। ‘সিগন্যাল’ থেকে খবর সেভ করে রাখা যাবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM