শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন
চলুন এবার বহুজাতিক সংস্থা ও ব্যংকের দিকে তাকাই। এমনকি একজন মধ্যবয়স্ক কর্পোরেট কর্মকর্তা তাঁদের চাকুরীর আনুষঙ্গিক হিসেবে বিলাসবহুল এপার্টমেন্ট, গাড়ি, লোন, ঋণ সহায়তা ও অন্যান্য অনেক সুযোগ-সুবিধা পেয়ে থাকেন যা শিক্ষকদের কাছে স্বপ্নের মত। দুর্ভাজ্যজনক হলেও এমন দৃশ্য দেখা যায় যেখানে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রিকশা দিয়ে চলাফেরা করছেন কিন্তু বহুজাতিক সংস্থায় কর্মরত তাঁরই কোন একজন ছাত্র বিলাসবহুল গাড়িতে চলাফেরা করছেন এবং আমাদের শিক্ষকরাই এই কর্মকর্তাদের সৃষ্টি করেছেন।
তাই আমরা ৩৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী ও জাতিকে জানাতে চাই যে, আমাদের দাবিগুলো অযৌক্তিক নয় বরং এগুলো হচ্ছে আমদের দীর্ঘদিনের বঞ্চনার দাবি। আমাদের মধ্যেই অনেক শিক্ষক আছেন যাঁরা নীরবে নিভৃতে সেইসব গরীব ছাত্রদের সাহায্য করে যাচ্ছেন যারা ঢাকা শহরে নিজেদের জীবন-যাত্রার ব্যয় নির্বাহ করতে পারে না। আমাদের শিক্ষকরাই নীরবে পথের গরীব ভিক্ষুকদের এমনভাবে সাহায্য করে যাচ্ছেন যাতে তারা ছোট ব্যবসায়ীতে পরিণত হতে পারে। আমাদের অনেক শিক্ষকরাই নিজেদের স্বল্প বেতনের টাকা থেকে নিজেদের গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। যেকোন ব্যবস্থার মতই হয়ত আমাদের শিক্ষা ব্যবস্থায়ও বহু ভুল-ক্রটি রয়েছে যা আমরা ভিন্নভাবে সমাধান করতে পারি।
আমাদের শিক্ষকদেরই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জীবন দিতে হয়েছে তাঁদের মেধা ও বৃদ্ধি দিয়ে জাতিকে সঠিক দিক নির্দেশনা দেবার অপরাধে। হানাদার পাকিস্তানি বাহিনী বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষকদের বেছে নিয়েছিল যাতে করে এই দেশ আর কখনও তার নিজস্ব মহিমা ও গৌরব নিয়ে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে না পারে। আমরা সেই মেধা ধ্বংসের ইতিহাস ভুলে যাব না এবং তিল তিল করে মেধা ধংসের এই যজ্ঞখেলায় আর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের শেষ হতে দেব না।
শিক্ষাই জাতির মেরুদন্ড। আমাদের সমস্ত দাবির মূল অভিপ্রায় একটাই যে, জাতির মেরুদন্ডকে শক্তিশালী করে দেশকে শ্রদ্ধা সম্মানের সাথে বিশ্বের বুকে দাঁড় করানোর সুযোগ করে দিন। এটাই আমাদের একমাত্র চাওয়া, আমাদের প্রাণের দাবি। শুধু চাই একটুখানি সরকারের মনোযোগ ও সহযোগিতা।
তাহসিনা আকতার
সহকারি অধ্যাপক
ঢাকা বিশ্ববিদ্যালয়
মন্তব্য করুন