অষ্টম বেতন স্কেল নিয়ে শিক্ষক সমাজ সোচ্চার হয়েছেন ভালো কথা। মনে হচ্ছে, অবশেষে কুম্ভকর্ণের ঘুম ভাঙল। দেশের সংবিধান আছে, আইন আছে আরও আছে আইন প্রয়োগের জন্য অস্ত্রধারী লোকজন। বাংলাদেশের যে Warrant of Precedence আছে তাতে সম্মানিত শিক্ষক সমাজের অবস্থান কোথায়, তা কি একবারও পড়ে দেখেছেন? রাষ্ট্রের সম্মান-মর্যাদা কে কতটা পাবেন, তা তো নির্ধারিত হয় Warrant of Precedence দ্বারাই। ফখরুদ্দীন-মঈনউদ্দিন সরকারের সময় মঈন সাহেব তার র্যাঙ্ক একধাপ বাড়িয়ে নিয়েছেন নিছক ক্ষমতাবলে। আমাদের দ-মু-ের কর্তা সচিব সাহেবরা ও তাদের সাবেক সহকর্মী বড় ভাই অর্থমন্ত্রীর মাধ্যমে অষ্টম বেতন স্কেলের আড়ালে নিজেদের তিন ধাপ এগিয়ে নিলেন ক্ষমতার বলে। শ্রদ্ধেয় শিক্ষক সমাজের ক্ষমতা নেই, তাই তাদের চিন্তা শুধু বেতন নিয়ে আর কীভাবে এক গ্রেড উপরের সিলেকশন গ্রেড পাবেন, তা নিয়ে। শিক্ষক সমাজের প্রাণের দাবি হওয়া উচিত ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে সুস্পষ্ট অবস্থান নিশ্চিতকরণ এবং তা এখনই। তাহলে আরেকবার দেখে নেয়া যাক ওয়ারেন্ট অব প্রিসিডেন্স কী?