শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

উখিয়ার সীমান্তে উদ্ধার করা অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

উখিয়ার সীমান্তে উদ্ধার করা অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

অনলাইন বিজ্ঞাপন

শ.ম.গফুর, উখিয়া::

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম কচুবনিয়াস্থ মুরাদ সাহেবের রাবার বাগান থেকে গত ১৩ সেপ্টেম্বর উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। সে বান্দরবান জেলার লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের মিশন পাড়ার মৃত ধীরেন্দ্র দে’র পুত্র দীলিপ কুমার ভৌমিক। তার স্ত্রী ও ৩ কন্যা সন্তান রয়েছে। গত ১২ সেপ্টেম্বর বাড়ি থেকে রক্ষিত কিছু স্বর্ণলংকার বিক্রি করে অর্ধ লক্ষাধিক টাকা নিয়ে ভারতে ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কক্সবাজার শহরে ঘোনার পাড়া আরেকটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে। পরদিন ঘুমধুমের উল্লেখিত স্থানে দীলিপ কুমার ভৌমিকের গলাকাটা লাশ পাওয়া যায়। ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবদুল বাসেত সরকার জানান, গত ২২ সেপ্টেম্বর মোবাইল মারফত নিহত ব্যক্তির বড় কন্যা যোগাযোগ করে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে এসে পিতার লাশের ছবি দেখে সনাক্ত করেন। তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তার ক্লু উদঘাটন করা যায়নি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্র“তার জেরে কিংবা নিহত ব্যক্তির হাতে থাকা নগদ টাকা হাতিয়ে নিতে হত্যাকান্ডের ঘটনা ঘটাতে পারে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM