রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৩১ অপরাহ্ন

ঈদগাঁও কেজি স্কুলের সভাপতির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন

ঈদগাঁও কেজি স্কুলের সভাপতির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন

অনলাইন বিজ্ঞাপন

সেলিম উদ্দিন, ঈদগাঁও::

কক্সবাজার সদরের ঈদগাঁওতে গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় ঈদগাঁও বাস স্টেশনের কেজি স্কুল গেইট সংলগ্ন স্থানে জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের ( কেজি স্কুল) দাতা, প্রতিষ্টাতা এবং বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি আলহাজ্ব কামরুল হক চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিশাল মানব বন্ধন ও প্রতিবাদ সভা গতকাল ২৩ সেপ্টেম্বর সকাল ১১ টা’য় বাস ষ্টেশন চত্বরে সম্পন্ন হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম আলমগীরের নের্তৃত্বে শিক্ষক কর্মচারী , অধ্যয়নরত শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠণ সমুহসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ ওই মানব বন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করে।

মানব বন্ধন পরবর্তী প্রধান শিক্ষক একেএম আলমগীরের সভাতিত্বে এবং শিক্ষক নুরুল আমিন হেলালীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির হিমু, প্রভাষক মোর্শেদুল করিম এবং সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীবুল হক চৌধুরী রিকো।  সমাবেশে বক্তারা হামলাকারী বখাটে ও সন্ত্রাসী জুনাঈদ কবির জুয়েলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান। এদিকে সংগঠিত ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ শিক্ষক কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ করিম, একই সংগঠণের সদর উত্তর শাখার সভাপতি ও চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ও ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন। তাদের নের্তৃত্বে বৃহত্তর ঈদগাঁও’র ১০ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ পুলিশ সুপার বরাবর হামলাকারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে স্বারক লিপি প্রদান করেছেন বলে সাধারণ সম্পাদক নুরুল আমিন নিশ্চিত করেছেন। ওই ঘটনায় মামলা রজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম আলমগীর। উল্লেখ্য, ঘটনার দিন ঈদগাঁও ইউনিয়নের কলেজ গেইট সংলগ্ন এলাকার হোমিও চিকিৎসক ডাঃ মোহাম্মদ আলমের ছেলে জুনাইদ কবির জুয়েল সম্পূর্ণ বিনা উস্কানিতে আচমকা হামলা চালিয়ে আস্ফালন করতে করতে স্থান ত্যাগ করে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM