শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
বিনোদন ডেস্ক
ছোট দুই ভাই আরবাজ খান ও সোহেল খান বিয়ে করেছেন। তাদের সন্তানও হয়েছে। তাই সালমান খান চাচা হয়েছেন। বিয়ে করেছে ছোট দুই বোন আলভিরা খান আর অর্পিতা খানও। আলভিরার সন্তানদের সুবাদে মামা ডাক শুনেছেন, আবার মামা হচ্ছেন বলিউডের এই সুপারস্টার। তার আদরের ছোট বোন অর্পিতা এখন সন্তানসম্ভবা। তাদের বাবা সেলিম খান এক সাক্ষাৎকারে খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।
খান পরিবারে নতুন সদস্য আসার খবরে খুশির বন্যা বইছে। সব ঠিক থাকলে আগামী বছরের গোড়ার দিকেই তার মুখ দেখা যাবে। মামা হওয়ার খবরে খুশি সালমান। কয়েকদিন আগে বাড়িতে ধুমধাম করে গণেশের আরাধনাও করেছেন তিনি। এ অনুষ্ঠানে দেখা গেছে অর্পিতা-আয়ুশ দম্পতিকে।
গত বছরের নভেম্বরে আয়ুশ শর্মার সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান অর্পিতা। এ বিয়েতে মেতে উঠেছিলো প্রায় গোটা বলিউড। এসেছিলেন শাহরুখ আর আমিরও। এ বিয়েতেই দীর্ঘদিনের মনোমালিন্য ভুলে এক হয়ে যান শাহরুখ-সালমান।
মন্তব্য করুন