বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
বিনোদন ডেস্ক
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতাটা ক্রিস্টেন স্টুয়ার্ট পড়েছেন বলে মনে হয়! আজকাল নিজেকে যেভাবে বিদ্রোহী বলছেন তাতে এটা যে কারও মনে হতে পারে। নিজের মতো চলা আর নিজের পছন্দকে গুরুত্ব দেওয়ার অভ্যেস রপ্ত করার কথাও জানিয়েছেন এই ‘টোয়াইলাইট’ তারকা।
ক্রিস্টেন জানান, কানকথা শোনা বন্ধের পর থেকেই তার মধ্যে এই পরিবর্তন এসেছে। হলিউডের এই অভিনেত্রী বলেছেন, ‘আমি বিদ্রোহী। মানে বলতে চাচ্ছি, নিজের মতো সবকিছু করি। যা পছন্দ নয় তা না করার জন্য প্রয়োজনে বিপ্লবী হয়ে উঠি! অন্যের কথা শোনা বন্ধের পর থেকে এটা শুরু হয়েছে।’
হলিউডের বড় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে চোখ সরিয়ে ছবিতে মনোযোগ দিয়েছেন বলেও জানালেন ক্রিস্টেন। এতে তার আয় কমে গেছে সন্দেহ নেই। কিন্তু ২৫ বছর বয়সী এই তারকা বিশ্বাস করেন, সবুরে মেওয়া ফলে। আগামীতে এর বিনিময়ে ভালো কিছু পাবেন তিনি। জিওইয়া ম্যাগাজিনকে ক্রিস্টেন বলেন, ‘অর্থনৈতিকভাবে না হোক, অন্তত ব্যক্তিগত অর্জন তো হবে।’
ক্রিস্টেন মনে করেন, মানুষ নিজে কি চায় তা যতোটা সম্ভব তাড়াতাড়ি খুঁজে বের করার মধ্যেই আছে সুখের চাবি। তার ভাষ্য, ‘আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে কী কী চাই তা দ্রুত বোঝা জরুরি বলে আমি বিশ্বাস করি। ৫০ বছর বয়সী এমনও লোক আছে যারা এটা জানেন না। আমি মনে করি, সত্যিকারের সুখের দেখা পেতে এটা প্রয়োজন।’
মন্তব্য করুন