সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন
আলোকিত কক্সবাজার ডেক্স॥
বাংলাদেশের পোশাকখাতে ইপিজেডভিত্তিক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন চায় বাংলাদেশ সফরত মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এ ইচ্ছার কথা প্রকাশ করেন তারা।
এ সময় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রতিনিধি মাইকেল জে ডিলেনি ৮ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বৈঠকে ডেলনি বাণিজ্যমন্ত্রীকে বলেন, গার্মেন্টস শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার রয়েছে। ইপিজেডে যত শিল্পকারখানা আছে, সেখানকার সব শ্রমিকদের নিয়ে একটি ট্রেড ইউনিয়ন থাকতে হবে।
বাণিজ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, আমরা ওয়ার্কার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ডব্লিউডব্লিউএ) গঠন করেছি। আমরা শ্রমিকদের স্বার্থ বিবেচনা করে কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করছি।
মন্ত্রী বলেন, সম্প্রতি মিলান শহরে এক্সপো-২০১৫ অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের একটি ফুডকোর্ট ছিল। ফুডকোর্টে প্রচুর ভিড় হয়েছিল। তারা বাংলাদেশের খাবারের খুব প্রশংসা করেছেন।
এক্সপোতে ৫০টি দেশ থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বাণিজ্যমন্ত্রী মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলকে জানায়, বাংলাদেশ এ বছর ২১ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে রফতানি ৫০ বিলিয়ন ডলারে উন্নীত হবে।
মন্তব্য করুন