ফিওরেন্তিনার কাছে হেরে লিগ শুরু করা মিলান পরের ম্যাচে এম্পোলিকে হারায়। তৃতীয় রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের কাছে হারে তারা। তবে গত রোববার পালেরমোকে ৩-২ গোলে হারিয়েছিল মিলান।
মঙ্গলবার রাতে পঞ্চম মিনিটেই মারিও বালোতেল্লির গোলে এগিয়ে যায় মিলান। ইতালির দলটিতে আসার পর এটাই এই স্ট্রাইকারের প্রথম গোল। পাঁচ মিনিট বাদে জিয়াকোমো বোনাভেনতুরার গোলে ব্যবধান দ্বিগুণ করে ফেলে মিলান।
আর প্রথমার্ধে যোগ করা সময়ে কলম্বিয়ার ডিফেন্ডার ক্রিস্তিয়ান জাপাতার গোলে ব্যবধান আরও বাড়িয়ে জয়টাও প্রায় নিশ্চিত করে ফেলে মিলান। সেই সঙ্গে বড় ব্যবধানের সম্ভাবনাও জাগায়।
তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাড়ানো উদিনেসে সাত মিনিটের ব্যবধানে দুটি গোল করে লড়াই জমিয়ে তোলে। ৫১তম মিনিটে ইমানুয়েল এবং ৫৮ তম মিনিটে কলম্বিয়ার স্ট্রাইকার দুভান সাপাতা গোল দুটি করেন।
এই দুই গোলে লড়াই নাটকীয় মোড় নিলেও বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় জয়ের আনন্দে মাঠ ছাড়ে মিলান। ম্যাচের ৯০তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড মাঠ ছাড়েন স্বাগতিক দলের ব্রুনো ফের্নানদেস।
মন্তব্য করুন