লিওনেল মেসি, লুইস সুয়ারেস, নেইমারদের নৈপুণ্যে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সেল্তার বিপক্ষেও জয়ের ধারা ধরে রাখার প্রত্যয় কাতালুনিয়ার দলটির।
রিয়াল মাদ্রিদ আর ভিয়ারিয়ালের মতো সেল্তা ভিগো ১০ পয়েন্ট নিয়ে বার্সেলোনার পেছনেই আছে। গোল পার্থক্যে পিছিয়ে চার নম্বরে থাকা সেল্তার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন বার্সেলোনা কোচ এনরিকে।
বার্সেলোনার কোচ হওয়ার আগে ২০১৩-১৪ মৌসুমে সেল্তা ভিগোর কোচ ছিলেন এনরিকে। সাবেক দলের প্রতি শ্রদ্ধার কমতি নেই তার, “খেলা দেখে আনন্দ পাওয়া যায় এমন দলগুলোর মধ্যে তারা অন্যতম।”
সেল্তার শক্তি আর সামর্থ্য সম্পর্কে ভালোই জানেন বার্সেলোনার কোচ। এ কারণেই শিষ্যদের সতর্ক করে দিয়েছেন তিনি।
এবারের লিগে চার ম্যাচের তিনটিতেই জেতা সেল্তার আর্জেন্টাইন কোচ বেরিস্সোও বার্সেলোনাকে একটি হুমকি দিয়ে রেখেছেন, “আমরা এমন ধরনের ফুটবল খেলি যা দিয়ে লিগের যে কোনো দলকে হারানো যায়।”
মেসি, নেইমার, সুয়ারেসরা তাদের সেরা ফুটবল খেলতে পারলে কি হতে পারে, সেটাও অবশ্য সবারই জানা। বেরিস্সোও তা জানেন। তবে মাঠে নামার আগে হেরে যেতে চান না তিনি। নিজের দলের ওপর বিশ্বাস আছে তার।
“আমরা যখন নিজেদের সেরাটা খেলি, এই লিগের সেরা দলকেও হারাতে পারি।”
মন্তব্য করুন