আগামী বুধবার বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে রিয়াল ও বিলবাওয়ের মধ্যকার লা লিগার ম্যাচটি।
২০১৩ সালে বিলবাও তাদের নতুন সান মামেসে যাওয়ার পর থেকে এ পর্যন্ত দুইবার এই মাঠে খেলতে গেছে রিয়াল। লিগের ওই দুই ম্যাচের প্রতিবারই হতাশা নিয়ে বাড়ি ফেরে রিয়াল। গত বছরের ২ ফেব্রুয়ারি হওয়া প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। আর গত মৌসুমে তো ১-০ গোলে হেরেই যায় তারা।
সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে এবার অবশ্য জয়ের আশা করতেই পারে রিয়াল। স্পোর্তিং গিহনের সঙ্গে ড্র করে লিগের শুরুটা বাজে হলেও গত তিন রাউন্ডে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইউরোপের সফলতম ক্লাবটি। রিয়াল বেতিসকে ৫-০ এবং এসপানিওলকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার পর গত শনিবার গ্রানাদাকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল।
গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও শাখতার দোনেৎস্কের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পায় রিয়াল। দলগত সাফল্যের সঙ্গে রিয়াল সমর্থকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিচ্ছে দলের সেরা তারকা রোনালদোর দারুণ ফর্ম; গত তিন ম্যাচে দলের করা ১১ গোলের মধ্যে তারই আটটি!দুর্দান্ত এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেই সান মামেসে এবার জয়োৎসব করতে চায় রিয়াল।
তারপরও একটা জায়গায় অবশ্য সতর্ক না থাকলেই নয়, স্পেনের অন্যতম সফল ক্লাব এবং গতবারের ট্রেবল জয়ী বার্সেলোনা গত মাসে এই মাঠেই রীতিমত বিধ্বস্ত হয়েছিল। স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে মেসি-সুয়ারেসদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বিলবাও। পরে কাম্প নউয়ের ফিরতি লেগে ১-১ গোলে ড্র করে শিরোপাটা জিতে নেয় তারা।
তাই দল হিসেবেও বিলবাওকে হেলাফেলা করার উপায় নেই। এটা ঠিক যে, লিগের এই মৌসুমে এখন পর্যন্ত তেমন কোনো আলো ছড়াতে পারেনি তারা। ৪ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ৩। অন্যদিকে, ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।
সান মামেসে জয় খরা কাটানোর মিশনে বাড়তি সতর্ক না থাকলে তাই পস্তাতে হতে পারে রিয়ালকে।
এই ম্যাচের আগে একটা দুশ্চিন্তাও আছে বেনিতেসের। চোটের কারণে ম্যাচটিতে খেলতে পারবেন না গ্যারেথ বেল, হামেস রদ্রিগেস ও দানিলো। সের্হিও রামোস অনুশীলন করলেও তার খেলার সম্ভাবনা কম।
বিলবাও শিবিরে অবশ্য চোট নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। উল্টো রয়েছে একটি সুখবর; মাঝমাঠের অন্যতম ভরসা আন্দের ইতুরাসপে চোট কাটিয়ে ফিরেছেন। দলের সঙ্গে অনুশীলনও করেন তিনি। রিয়ালকে পরোক্ষে একটি হুমকিও দিয়ে রেখেছেন স্পেনের এই মিডফিল্ডার।
“তাদের সর্বোচ্চ মানের একটি দল আছে। তাদের বিপক্ষে এখন কিংবা পরে খেলার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে। আমরা জানি, তাদের হারাতে পারি। কিন্তু এটা খুব জটিল।”
মন্তব্য করুন