আর্সেনালের বিপক্ষে ২-০ ব্যবধানে জেতা ম্যাচে আর্সেনালের ডিফেন্ডার লরেন্ত কোসাইনলির মুখে হাত দিয়ে আঘাত করায় ব্রাজিলে জন্ম নেওয়া স্পেনের স্ট্রাইকার কস্তার বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ আনে এফএ। মঙ্গলবার তারই শুনানিতে দোষী প্রমাণিত হন তিনি।
গত শনিবার ২৬ বছর বয়সী কস্তা আর্সেনালের গ্যাব্রিয়েল পাউলিস্তার সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়ার আগে আরেক ডিফেন্ডার কোসাইনলির মুখে হাত দিয়ে আঘাত করেন। এই ঘটনাটি ম্যাচ অফিসিয়ালদের দৃষ্টি এড়িয়ে যায়। তবে ভিডিওতে ধরা পড়ে কস্তার এই কাণ্ড।
প্রথমার্ধের শেষ দিকে বিতণ্ডায় জড়িয়ে হলুদ কার্ড দেখেন গাব্রিয়েল ও কস্তা। এই ঘটনার রেশ ধরে চেলসি স্ট্রাইকারকে পা দিয়ে গুঁতো মারায় রেফারি মাইক ডিন লাল কার্ড দেখান গাব্রিয়েলকে। পরে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন এই ডিফেন্ডার। আর্সেনালের আপিলে অবশ্য গ্যাব্রিয়েলের এই নিষেধাজ্ঞা খারিজ হয়ে যায়।
নিষিদ্ধ হওয়ায় কস্তা ইংলিশ চ্যাম্পিয়নদের হয়ে লিগ কাপ ম্যাচে ওয়ালস্যাল এবং প্রিমিয়ার লিগে নিউক্যাসেল ও সাউথ্যাম্পটনের বিপক্ষে খেলতে পারবেন না কস্তা।
এছাড়া অনুচিত আচরণের জন্য গ্যাব্রিয়েল ও নিজেদের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে না পারায় দুই ক্লাবকেও অভিযুক্ত করেছে এফএ। তারা অভিযোগের জবাব দেওয়ার জন্য বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময় পেয়েছে।
মন্তব্য করুন