মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

চকরিয়ায় ওষুধ কোম্পানীর এরিয়া ম্যানেজারের মোটর সাইকেল চুরি

চকরিয়ায় ওষুধ কোম্পানীর এরিয়া ম্যানেজারের মোটর সাইকেল চুরি

অনলাইন বিজ্ঞাপন

চকরিয়া অফিস ঃ
চকরিয়ায় অভিনব পন্থায় একটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া মোটর সাইকেলটির মালিক মনিকো ফার্মাসিউটিক্যাল লি. এর এরিয়া ম্যানেজার শফিউল ইসলাম শফির। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে পৌরশহরের চিরিঙ্গা স্টেশনস্থ ফুলকলি সামনে থেকে মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ একটি চক্র।
অভিযোগে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে মনিকো ফার্মাসিউটিক্যাল লি. এর চকরিয়া এরিয়া ম্যানেজার শফিউল ইসলাম শফি তার ব্যবহৃত হিরো হোন্ডা মডেলের মোটর সাইকেলটি (ঢাকামেট্টো-হ-৩১-৫৪৭৮) পৌরশহর চিরিঙ্গাস্থ খাবারের দোকান ফুলকলির সামনে রেখে খাবার খেতে যান। এ সময় মোটর সাইকেল চোর সিন্ডিকেটের একটি চক্র কৌশলে মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়। পরে এদিক-ওদিক খোঁজাখুঁজি করেও মোটর সাইকেলটির হদিস মিলেনি।
মোটর সাইকেলের মালিক মনিকো ফার্মার এরিয়া ম্যানেজার শফিউল ইসলাম শফি জানান, মোটর সাইকেল চুরির ঘটনায় থানায় একটি এজাহার দেওয়া হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM