বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন

শোক দিবসের আলোচনা সভায় বক্তারা-জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

শোক দিবসের আলোচনা সভায় বক্তারা-জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

অনলাইন বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তি

স্বাধীনতা বিরোধীরা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে দেশটা ধ্বংস করতে চেয়েছিলো। কিন্তু তারা সফল হয়নি। জাতির জনকের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ মধ্য আয়ের দেশের দিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু স্বাধীনতার দীর্ঘ ৪৫ বছর পরে এসেও সেই স্বাধানীতা বিরোধীরা এখন দেশের উন্নয়নে বাঁধাগ্রস্ত করতে জঙ্গিবাদের নামে সন্ত্রাস কার্যক্রম শুরু করেছে। তাই ১৫ আগষ্টের শোককে শক্তিতে পরিণত করে এসব মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। শোক দিবস উপলক্ষ্যে ১৭ আগষ্ট বুধবার পৌর আওয়ামীলীগের আওতাধীন ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে ১৫ আগষ্টের কালরাত্রিতে বঙ্গবন্ধুসহ নিহতদের স্মরণে আয়োজিত এক স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।

শোক দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক ও ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মোরশেদ আহমদ বাবুর সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক শাহেদ আলী শাহেদের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সিরাজুল মোস্তফা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামীলীগ নেতা মাহবুবুল হক মুকুল, এ্যাড. রনজিত দাশ, কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নজিবুল ইসলাম। আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কাজী রাসেল আহমদ নোবেল, জেলা ছাত্রলীগ নেতা মনসুর উদ্দিন, ইকবাল, বাপ্পী, উসমান, শওকত, মমতাজ, হোসেন প্রমুখ।

স্মরণ সভায় উপস্থিত ছিলেন একেএম নজরুল ইসলাম, খোরশেদ আলম, গিয়াস উদ্দিন, মোঃ আলম, মাসুদ, শুক্কুর, বেলাল, খোরশেদ, রবি, মনির, আলমগীর, জাহেদ, শেখ ফরিদ, জমির, রিদোয়ানসহ হাজারো নেতাকর্মী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুবলীগ নেতা বেলাল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM