বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
রামু প্রতিনিধি
রামু বাজার দূর্গা মন্দির কমিটি গঠনে সভা অনুষ্ঠিত হয়েছে। মন্দির প্রাঙ্গনে গত ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ডা. সমর চক্রবর্তী। তিনি বিগত বছরের হিসাব পেশ করেন এবং বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। সভায় দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন, রামু বাজার দূর্গা মন্দির কমিটির উপদেষ্টা বাবুল দাশ। সভায় উত্তম বর্দ্দন, সুজিত রুদ্র, মাষ্টার অজিত রুদ্র, মিলন দে, সঞ্জীব চৌধুরী, দেবাশীষ চক্রবর্তী, জুয়েল সরকার, অভিষেক পাল, পার্থ ঘোষ শুভ, যীশু রুদ্র, সুজন ঘোষ, সুদর্শন কান্তি দাশ, উত্তম দেওয়ানজী জনি, পলাশ দে, বাপ্পু ধরর, পিন্টু ধর, বিশ্বজিৎ ধর প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ঐতিহ্যবাহি রামু বাজার দূর্গা মন্দিরের সংস্কার ও ঐতিহ্য ফিরিয়ে আনার উপর গুরুত্বারোপ করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে দেবাশীষ চক্রবর্তীকে সভাপতি, দেবাশীষ রুদ্র যীশুকে সাধারণ সম্পাদক ও সঞ্জীব চৌধুরীকে অর্থ সম্পাদক মনোনীত করে ৫১ সদস্যের রামু বাজার দূর্গা মন্দির কমিটি গঠন করা হয়। সভা সঞ্চালনা করেন, রামু উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ ২০১৫ এর সাধারণ সম্পাদক উত্তম দেওয়ানজী জনি
মন্তব্য করুন