মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:৩২ অপরাহ্ন

যথাযোগ্য মর্যদায় শোকদিবস পালন করলো কক্সবাজার সরকারি কলেজ

যথাযোগ্য মর্যদায় শোকদিবস পালন করলো কক্সবাজার সরকারি কলেজ

অনলাইন বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০১৬ যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে কক্সবাজার সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে গণিত বিভাগের ১ম বর্ষের ছাত্র ফরিদুল আলম, পবিত্র গীতা থেকে পাঠ করে হিসাববিজ্ঞান ১ম বর্ষের ছাত্রী সুইটি দাশ, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করে রাষ্ট্রবিজ্ঞান ৩য় বর্ষের ছাত্রী লাভলী বড়–য়া।
জাতীয় শোক দিবস- ২০১৬ উদ্যাপন কমিটির আহবায়ক ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে সবাইকে আত্মনিয়োগ করার এবং বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন ‘সোনার বাংলা’ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে “বঙ্গবন্ধু ও সোনার বাংলাদেশ ঃ এক সোনালী প্রত্যাশা” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক শেখ দিদারুল আলম।

14054191_997907756994800_5150380882205357839_nঅনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কলেজের উপাধ্যক্ষ  মোহাম্মদ ছলিমুর রহমান এবং কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আবু রায়হান মোঃ আশিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক মুজিবুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হোসাইন আহমেদ আরিফ ইলাহী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ গিয়াস উদ্দিন, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী, ইংরেজি বিভাগের প্রভাষক মিঠুন চক্রবর্তী ছাত্র প্রতিনিধি ওয়াহিদুর রহমান রুবেলসহ অন্যান্যরা। অনুষ্ঠানে কবি নির্মলেন্দু গুণ এর “স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো”- কবিতাটি আবৃত্তি করে হিসাবাবজ্ঞিান বিভাগের ৩য় বর্ষের ছাত্র জাহেদুল হক ও মাহমুদ।

১৫ আগস্ট ১৯৭৫ এ শাহাদত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন কলেজ জামে মসজিদের খতীব সুলতান আহমদ। অনুষ্ঠান শেষে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক নির্ধারিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক শেখ দিদারুল আলম। উল্লেখ্য ৩ দিনব্যাপী কর্মসূচির ১ম দিন ১৩ আগস্ট কলেজ মিলনায়তনে তথ্য অধিদপ্তরের সহযোগিতায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন, কবিতা আবৃত্তি ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কর্মসূচির ২য় দিন ১৪ আগস্ট আর্ত-মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM