বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:৫৩ পূর্বাহ্ন
বার্তা পরিবেশক
সাগরে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষে ইলিশ প্রজনন মৌসম ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিন ব্যাপী সমুদ্রে সকল প্রকার ফিশিং বোট কর্তৃক মৎস্য আহরণ না করার কার্যকর পদক্ষেপ গ্রহনের লক্ষ্যে কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির এক জরুরী সভা অদ্য সন্ধ্যা ৭.৩০ ঘটিকার সময় স্থানীয় হোটেল সিলভার সাইনে অত্র সমিতির সহ-সভাপতি আবু সোলতান নাগু কোম্পানীর সভাপতিত্বে সভা অনুষ্টিত হয়। সভায় বক্তারা সাগরে সাম্প্রতিক আকষ্মিক ঘুর্ণিঝড়ের কবলে পড়ে কক্সবাজারস্থ লাবনী পয়েন্ট ও নাজিরার টেক নামক চর এলাকায় ৭টি ফিশিং বোট বিধ্বস্ত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করা হয়।সরকার মৎস্য খাত হতে বিপুল পরিমাণ অর্থ আয় করে থাকে কিন্তু মাঝি-মাল্লাদের নিরাপত্তার জন্য কোন ব্যবস্থা নেয়নি ফলে প্রতিনিয়ত লাবণী পয়েন্ট হতে নাজিরার টেক নামক সাগর মোহনায় হতাহতে ঘঠনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যা মোটেই কাম্য নয়।তারা অবিলম্বে খনন কার্য পরিচালনা করে নৌ চলাচলের সহজতর করার জন্য সরকারের প্রতি দাবী জানান।একই সাথে লাইটিংযুক্ত ভাসমান বয়া স্থাপনের ও দাবী করা হয়। প্রকৃত মাঝি-মাল্লারা সহজ ভাবে আইডি কার্ড সংগ্রহ করতে পারে তৎজন্য আই ডি কার্ড তৈরির সময় আরও ২ মাস বর্ধিত করার দাবী জানানো হয়। মাছ ধরা নিষিদ্ধ সময়ে সকল যান্ত্রিক ও অযান্ত্রিক বোট কোন ধরনের মৎস্য আহরণ না করার জন্য সকল ফিশিং বোটের মালিক ও মাঝি-মাল্লাদের প্রতি অনুরোধ জানান। ২৪/০৯/২০১৫ইং তারিখ হতে ঘাটে অবস্থানরত ফিশিং বোটের নাম রেজিষ্ট্রেশন নং উল্লেখপুর্বক মালিক ও মাঝিমাল্লাদের নামের তালিকা তৈরী পূর্বক বোট মালিক সমিতি বরাবরে জমা প্রদানের জন্য প্রত্যেক বোটের মালিকের প্রতি অনুরোধ জানানো হয়। কক্সবাজার থেকে কুতুবদিয়া নৌ চলাচল পথে বিহিন্দি জাল স্থাপনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে জাল গুলো অবিলম্বে জব্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানানো হয়। সভায় বক্তব্য রাখেন-সহ-সভাপতি মোঃ ছিদ্দিক কোম্পানী, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ, সহ-অর্থ সম্পাদক নুর মোহাম্মদ ও পরিচালকদের মধ্যে মোঃ কাইয়ুম সওদাগর, শফিউল আলম বাঁশি, আমির হোসেন আমির, ফজল করিম, শওকতুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন