বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন

কক্সবাজার আইন কলেজের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন

কক্সবাজার আইন কলেজের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন

অনলাইন বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি :

“সন্ত্রাস নয় শান্তি চাই, শংঙ্খা মুক্ত জীবন চাই” স্লোগানে কক্সবাজার আইন কলেজের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।  সোমবার দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ওই মানব বন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। কক্সবাজার আইন কলেজ অধ্যক্ষ এডভোকেট বাহার উদ্দিনের সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগ আহবায়ক ইসমাইল সাজ্জাদের সঞ্চালনায় ওই মানব বন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী মো: আবদুর রহমান, এডিসি শিক্ষা ও আইসিটি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং সদস্য জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রহিম উদ্দিন, কলেজ প্রভাষক এডভোকেট শামসুল আলম, এডভোকেট প্রভাষক সিরাজ উল্লাহ। ছাত্র প্রতিনিধির পক্ষে বক্তব্য রাখেন আইন কলেজ ছাত্র নেতা পলাশ শর্মা, মো: হারেছ রহমান, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্র প্রতিনিধি মঈন উদ্দিন।

ওই মানব বন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে একাত্বতা প্রকাশ করেন কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগ সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান রুবেল, ছাত্র প্রতিনিধি আবদু শুক্কুর, জাকের, রাজিবুল ইসলাম, আরমান, দিনু, সিটি কলেজ ছাত্র প্রতিনিধি রিফাত। এসময় উপস্থিত ছিলেন আইন কলেজ ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, এস্তে ফারুক, মহিউদ্দিন আহমেদ সোহেল, বিপন দে, আরিফ উল্লাহ, রিয়াদ মোহাম্মদ ফরিয়াদ, কলিন্স, আজিজুর রহমান, আজাদ, আরাফাত রহমান নিক্সন, তাসলিমা কলি প্রমূখ। সার্বিক সহযোগিতায় ছিলেন কলেজের প্রধান সহকারী নুরুল হুদা, কলেজ সহায়ক নুরুল আবছার।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মো: আবদুর রহমান বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত রাষ্ট্র বিনির্মানে ছাত্র অভিভাবক সহ সর্ব স্থরের জন সাধারনকে এক হয়ে সচেতনতার সাথে কাজ করতে হবে। খেয়াল রাখতে আপনার আমার সন্তান কোথায় কি কাজ করছে কার সাথে চলাফেরা করছে। আসুন সচেতন হই শান্তিময় বাংলাদেশ গড়তে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM