বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন
আলোকিত শিক্ষা ডেক্স:
যুবকদের উন্নয়নমুখী করে গড়ে তুলতে রাজধানীর অদূরে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রকে আন্তর্জাতিক মানের ইনস্টিটিউটে রূপান্তর করছে সরকার।
জাতীয় প্রতিষ্ঠান হিসেবে এই ইনস্টিটিউট বিভিন্ন ডিগ্রি প্রদান ছাড়াও ডিপ্লোমা ও সম্মানসূচক উপাধি দিতে পারবে। সংশ্লিষ্ট সূত্র বলছে, ইনস্টিটিউটের প্রধান কার্যালয় স্থাপিত হবে সাভারের পাথালিয়া ইউনিয়নের ছলিয়া মৌজায়। যেখানে বর্তমানে শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র রয়েছে। তবে দেশের যে কোনো স্থানে প্রতিষ্ঠানটির শাখা স্থাপন করা যাবে।
শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রের সব কর্মকর্তা কর্মচারী প্রস্তাবিত ‘শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব ইয়ুথ ডেভেলপমেন্ট’ ইনস্টিটিউটে স্থানান্তরিত হবেন। এ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে এরইমধ্যে আইনের খসড়া চূড়ান্ত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
‘শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব ইয়ুথ ডেভেলপমেন্ট আইন-২০১৬’ নামের আইনের খসড়াটি আগামী ৯ আগস্ট প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে উত্থাপন করা হবে। কমিটির সভায় উত্থাপানের জন্য গত ২ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয় শাখার তৈরি এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হয় বলে জানান কর্মকর্তারা।
খসড়ায় বলা হয়, এ ইনস্টিটিউট নিয়ন্ত্রণে একটি নির্বাহী কাউন্সিল থাকবে। নির্বাহী কাউন্সিল ছাড়া প্রতিষ্ঠানে থাকবে একাডেমিক কাউন্সিল। শিক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা ও প্রয়োজন অনুযায়ী নানা ধরনের পরামর্শ দেবে এ কাউন্সিল।
ইনস্টিটিউটে ১৭ সদস্যের নির্বাহী কাউন্সিলের চেয়ারম্যান হবেন যুব ও ক্রীড়া মন্ত্রী বা ক্ষেত্র বিশেষে প্রতিমন্ত্রী। আর ভাইস-চেয়ারম্যান থাকবেন দুইজন। এরমধ্যে প্রথম ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রলণালয়ের উপমন্ত্রী। আর দ্বিতীয় ভাইস চেয়ারম্যান হবেন ওই মন্ত্রণালয়ের সচিব।
আর ইনস্টিটিউটের মহাপরিচলক নির্বাহী কাউন্সিলের সদস্য সচিব হবেন। যিনি সরকারের যুগ্মসচিব বা তদুর্ধ্ব পদপর্যাদার একজন কর্মকর্তা। কাউন্সিলের সদস্য পদে খ্যাতনামা শিক্ষাবিদ, বিশিষ্ট ক্রীড়াবিদ, সরকার মনোনীত যুব সংগঠনের একজন নারী ও একজন পুরুষ প্রতিনিধি থাকবেন।
এদিকে ১১ সদস্যের একাডেমিক কাউন্সিলের সভাপতি হবেন ইনস্টিটিউটের মহাপরিচলক। ওই প্রতিষ্ঠানের রেজিস্ট্রার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তাকে যোগ্যতার ভিত্তিতে প্রেষণে রেজিস্ট্রার নিয়োগ দেবে সরকার।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মূল্যায়ন সাপেক্ষে ডিগ্রি, ডিপ্লোমা ও সম্মানসূক উপাধি দিতে পারবে এই ইনস্টিটিউট।
সূত্র-দৈনিক শিক্ষা
মন্তব্য করুন