বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন

টেকনাফে দোকান ও বাসা ভাড়ার নিয়ম নেই

টেকনাফে দোকান ও বাসা ভাড়ার নিয়ম নেই

অনলাইন বিজ্ঞাপন

ফয়েজুল ইসলাম রানা, টেকনাফ

টেকনাফে দোকান ও বাসা ভাড়ার সঠিক কোন নিয়ম নেই। দূর্ভোগে অসহায় লোকজন। এই বিষয়ে প্রতিনিয়ত বিভিন্ন স্থানে ঝগড়া-বিবাদ হচ্ছে। ইদানিং টেকনাফে ইয়াবার টাকা নিয়ে বড় বড় অত্যাধুনিক মার্কেট নিমার্ণ করা হচ্ছে। এদের মধ্যে বেশীর ভাগই পুরাতন মার্কেট।

এই মার্কেটক গুলোকে ভেঙ্গে নতুন রূপে, নতুন সাজে গড়ে তুলা হচ্ছে। কিন্তু মালিক পক্ষের কোন নিয়ম নীতি ছাড়ায় কারও কাছ থেকে সেলামী বাবাদ ১০লাখ, কারও কাছ থেকে ৫ লাখ এমন কি কারও কাছ থেকে ২লাখ টাকা। ভাড়াও ঠিক সেভাবে নেওয়া হচ্ছে। এ ছাড়া রয়েছে মার্কেট যখন ব্যাপক চালু হয় তখন মালিক পক্ষ হঠাৎ করে দোকানের ভাড়া ২/৩গুন করে বসে। যা যখন ইচ্ছা তখনই করে বসে মালিক পক্ষ। এর কোন সু-নির্দিষ্ট সরকারী নিয়ম কানুন নেই বলে জানান মধ্য বিত্ত ও নি¤œ বিত্ত ব্যবসায়ীগণ। ভাড়া ও অগ্রিম সেলামী ভাড়ানোর ফলে দিন দিন মধ্যবিত্ত ও নি¤œবিত্ত ব্যবসায়ীগণ তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে অসহায় জীবন যাপন করছে। ব্যবসা বন্ধ হওয়ায় কারনে তাদের পরিবার পরিজন অর্ধহারে অনাহারে দিন যাপন করছে। এ ছাড়া রয়েছে ভাড়াটিয়া বাসাদের একই নিয়ম কানুন। এতে বেশীর ভাগই সমস্যার সম্মূখিন হয় ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীগণ। যেহেতু তাদের সল্প বেতনে নিজেদের সংসার, ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ ও ভাড়াবাসার ভাড়া পরিশোধ করতে হয়। এ বিষয়ে সু-নির্দিষ্ট একটি সরকারী নিয়ম থাকা উচিত বলে মধ্যবিত্ত ব্যবসায়ী ও ভাড়াটিয়া লোকজন জানায়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM