বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন
ফয়েজুল ইসলাম রানা, টেকনাফ
টেকনাফে সৌদি নাগরিক সহ আটক ৪জনের মধ্যে সৌদি নাগরিককে সৌদি দুতাবাসের নিকট হস্তান্তর ও অপর ৩জনকে বিজিবি আজ রাতে টেকনাফ থানায় হস্তান্তর করে। থানা সূত্রে জানায়, আরএসও নেতা হাফেজ সালাউল ইসলাম, মাওলানা ছৈয়দ করিম ও মাওলানা ইব্রাহীমকে ধৃত ৮জনকে পলাতক দেখিয়ে মামলা রজ্জু করা হয়। বিজিবি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
পলাতক আসামীরা হচ্ছেন, টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌলনা রফিক উদ্দিন, তার সহোদর বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলনা আজিজ উদ্দিন, আরএসও নেতা মাষ্টার মোহাম্মদ আয়ুব, মোঃ সালামত উল্লাহ, মৌলনা আব্দুর রহমান, আবু বক্কর, ডাঃ মোঃ ইউনুছ ও ডাঃ নুরুল আমিন। যার মামলা নং ৮৮/১৬ তারিখ ৩১/০৭/২০১৬ইং। উল্লেখ্য যে, গত ৩০জুলাই টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের একবাড়ি থেকে আরএসও সাবেক কমান্ডার হাফেজ সালাউল ইসলাম, বাড়ির মালিক মাওলানা ছৈয়দ করিম, সৌদি নাগরিক আবু সালেহ আহম্মদ আল গাম্বি ও টাঙ্গালের বাসিন্দা মাওলানা ইব্রাহীমকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি আটক করেন।
মন্তব্য করুন