বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন

জামায়াতকে বৈঠকে ডাকবে না বিএনপি

জামায়াতকে বৈঠকে ডাকবে না বিএনপি

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স:

জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে চলতি সপ্তাহের মধ্যেই সমমনা রাজনৈতিক দলগুলোকে চা-চক্রে আমন্ত্রণ জানাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে প্রধান শরিক দল জামায়াতকে ওই চা-চক্রে আমন্ত্রণ জানানো হবে না। অর্থাৎ জামায়াতকে বাদ দিয়ে অন্য প্রগতিশীল দলগুলোর সঙ্গে সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্য করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। গতকাল রবিবার খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। তবে চা-চক্রে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হবে কি না—সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বৈঠকে খালেদা জিয়া ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শত নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ও বেসরকারি প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে, জাতীয় ঐক্যের উদ্যোগ কার্যকর করতে জামায়াতকে ছাড়া চা-চক্র করার প্রস্তাব দেন জাফরুল্লাহ চৌধুরী। উপস্থিত সবাই ওই প্রস্তাবে সমর্থন করেন। বৈঠকে বলা হয়, গত প্রায় ১৭ বছরের রাজনৈতিক মিত্র জামায়াতকে হঠাৎ করে বিনা কারণে জোটের বাইরে ঠেলে দেওয়া ঠিক হবে না। এর চেয়ে জামায়াতকে বলা হবে, তারা যেন আলাদাভাবে যুগপৎ কর্মসূচি পালন করে। জানা গেছে, রাজনৈতিক দলগুলোকে বিএনপির পক্ষ থেকে চিঠি দিয়ে আমন্ত্রণ করা যেতে পারে বলে বৈঠকে উপস্থিত এক নেতা মত দেন। তবে জাফরুল্লাহ চৌধুরী বলেন, চিঠি না দিয়ে আপাতত চা-চক্রের আমন্ত্রণ জানানোই ভালো। উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্প ধারা, ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম, আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জেএসডি, বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক-জনতা লীগ ছাড়াও সিপিবি, বাসদ এবং ২০ দলের শরিক দলগুলোকে জাতীয় ঐক্যে রাখা হবে। খালেদা জিয়া টেলিফোন করে এসব দলের শীর্ষ নেতাদের চা-চক্রে আমন্ত্রণ জানাবেন। সেখানে আলোচনা ও সমঝোতায় অগ্রগতি হলে নির্দিষ্ট কতগুলো কর্মসূচির ভিত্তিতে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার চিন্তা করছে বিএনপি; যে ঐক্যের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের জন্য দলটি আন্দোলন এগিয়ে নিতে চায়। সূত্র-কালেরকণ্ঠ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM