বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন
আবুল কালাম আজাদ, টেকনাফ
সীমান্ত উপজেলা টেকনাফে আদালতের নিষেধাজ্ঞাঅমান্য করে জমি দখল করে নি”েছ সন্ত্রাসী গ্রুপ।এই নিয়ে দু’ গ্রুপের মধ্যে চলছে টান টানউত্তেজনা। যে কোন মহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকাকরছেন এলাকার লোকজন।
সূত্রে জানায়, টেকনাফ সদরই্ধসঢ়;উনিয়নের নাজির পাড়ার এলাকার মৃত আব্দুররহমানের পুত্র আবুল বশরের উত্তরাধিকার সূত্রে প্রাপ্তজমির উপর লোলুপ দৃষ্টি পড়ে ¯’ানীয় মৃত হাজীসোলতান আহম্মদের পুত্রদের। মৃত হাজী সোলতানআহম্মদের প্রথম পুত্র ছৈয়দ আলমদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে আবুল শরের মালিকানাধীন ৮৮৮ আর,এসখতিয়ানের ৭৭৯৫ দাগের ২.৬৪ একর জমি অবৈধভাবেদখল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র শুরু করে আস”েছ।ইতি মধ্যে কিছু অংশ জমি তারা দখল করে নিয়েছে।এই সংক্রান্ত বিষয়ে আবুল বশর গ্রুপ বাধা দিলে ঐইয়াবার স¤্রাট ছৈয়দ আলম গ্রুপ তাদেও উপর হামলাকরে বসে। এ ব্যাপারে আবুল বশর গ্রুপ গত০৬/০৬/২০১৫ইং ছৈয়দ আলম গংদের বিরুদ্ধে টেকনাফথানায় সাধারণ ডায়েরী করেছেন। যার নাম্বার২৩১/১৫।
এ ছাড়াও গত ১৬/০৯/২০১৫ইং মহামান্যআদালতে বর্ণিত জমিতে নিষেধাজ্ঞা আরোপের জন্যআবেদন করলে মহামান্য আদালত তা মনঞ্জুর করে ছৈয়দআলম গংদের বিরুদ্ধে বিহীত ব্যব¯’া গ্রহণের জন্যটেকনাফ থানার অফিসার ইনচার্জকে নির্দেশপ্রদান করেন। অফিসার ইনচার্জ উক্ত নির্দেশ পেয়েটেকনাফ থানার সহকারী দারোগা গোবিন্দ কুমারশর্মাকে দায়িত্ব প্রদান করেন। উক্ত দারোগাসরেজমিনে পরির্দশন করে বিবাদীদেরকে নোটিশদিয়ে আসেন। যাতে এ জমির উপরে কোন ধরনেরহস্তক্ষেপ না করে। এর পরও উক্ত বিবাদী বা ছৈয়দ আলমগ্রুপ আদালত ও থানার নিদের্শ অমান্য করেসন্ত্রাসী কায়দায় জমি দখলে নেওয়ায় জন্য চেষ্টাচালিয়ে আস”েছ। এ ব্যাপারে জমির দরিদ্র মালিকআবুল বশর গং নিজেদের উত্তরাধিকার সম্পত্তি রক্ষারজন্য ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্যপ্রধানমন্ত্রী, ভূমি মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
মন্তব্য করুন