বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
অবশেষে কক্সবাজারের জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেছেন মীর শফিকুল আলম । আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের নির্দেশে সোমবার (১৮ জুলাই) তিনি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হিসেবে যোগদান করেন। দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনা করেন তিনি। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ জ ম মঈন উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
নবাগত জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম এর আগে ঢাকায় জুডিশিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক পদে কর্মরত ছিলেন। সোমবার তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও ভারপ্রাপ্ত জেলা জজ মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ ওসমান গনি ও চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট তৌফিক আজিজসহ অন্যান্যরা স্বাগত জানান।
উলেখ্য, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সাবেক বিচারক মো. সাদিকুল ইসলাম তালুকদারকে সরকার গত ২৪ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করে। এরপর থেকে পদটি শূন্য থাকায় জেলা জজ আদালতের বিচারিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছিল। উক্ত পদে বিচারক নিয়োগের দাবিতে ইতিপূর্বে সংবাদ সম্মেলন করেছিল জেলা আইনজীবী সমিতি।
মন্তব্য করুন