মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:০২ অপরাহ্ন

অনার কিলিং’ এর শিকার হলেন পাক মডেল কান্দিল বালোচ

অনার কিলিং’ এর শিকার হলেন পাক মডেল কান্দিল বালোচ

অনলাইন বিজ্ঞাপন

বিনোদন ডেক্স:

একইসঙ্গে আলোচিত এবং বিতর্কিত পাক মডেল, সোশ্যাল মিডিয়ার সেনসেশন কান্দিল বালোচ আর নেই। আজ মুলতানে নিজের ভাইয়ের হাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এই পাক মডেলের। প্রায় ‘নগ্ন’ ফোটোশুট, খুল্লামখুল্লা ভিডিও, যৌনতার সুড়সুড়ি কান্দিল বালোচের সঙ্গে সমার্থক হয়ে গিয়েছিল। টি-২০ বিশ্বকাপে পাকিস্তান ভারতকে হারালে পর তিনি ‘নগ্ন’ হবেন বলে শিরোনামে উঠে এসেছিলেন। এরপর বিরাটের প্রতি তার ‘প্রেম’ও তিনি জানিয়েছিলেন অকপটে। দিনকয়েক আগেই একটি মিউজিক ভিডিও শুট প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘আমাকে কন্ট্রোল করা যাবে না।’ ডন ডট কমের রিপোর্ট অনুযায়ী ঘটনাটি ‘অনার কিলিং’-এর। কয়েকদিন আগেই নাকি খুনের হুমকি দিয়ে ফোন কল পেয়েছেন বলে ফেডেরাল ইনভেস্টিগেশন অথরিটিকে অভিযোগও জানিয়েছিলেন কান্দিল। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। সূত্র-কালেরকণ্ঠ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM