মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন
আলোকিত কক্সবাজর ডেক্স॥
পাকিস্তানের সন্ত্রাসীরা ভয়াবহ মুম্বাই হামলার ন্যায় আরো একটি হামলার পরিকল্পনা করেছে বলে দাবি করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা। দেশটিতে আটক পাকিস্তানি সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ভারত।
ভারতীয় গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানি নৌবাহিনীর সদস্যদের সহায়তায় হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।
দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানি সন্ত্রাসীরা ভারতের বিভিন্ন স্পর্শকাতর জায়গা ও সেনা ক্যাম্পে হামলার পরিকল্পনা করেছিল। তবে পাক নৌবাহিনীর সদস্যদের সহায়তায় এ পরিকল্পনা নস্যাৎ হয়েছে।
ভারতে আটক পাকিস্তানি সন্ত্রাসীরা জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় অন্তত ১৫৫ জনের প্রাণহানি ঘটে। এছাড়া ভয়াবহ ওই হামলায় তিন শতাধিক লোক আহত হয়।
মন্তব্য করুন