বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ন

ধনী দলের তালিকায় দ্বিতীয় রিয়াল, তৃতীয় বার্সা

ধনী দলের তালিকায় দ্বিতীয় রিয়াল, তৃতীয় বার্সা

অনলাইন বিজ্ঞাপন

স্পোর্টস ডেক্স:

প্রথমবারের মতো ফোর্বস ম্যাগাজিনের তালিকায় ফুটবল দলের বাইরে কোন দল শীর্ষে জায়গা করে নিল। বিশ্বের ৫০টি ধনী ক্রীড়া প্রতিষ্ঠানের জরিপে টানা তিনবারে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদকে পেছেনে ফেলে ১ নম্বরে জায়গা করে নিয়েছে আমেরিকান রাগবি দল ডালাস কাউবয়।

২০১৩,২০১৪ ও ২০১৫ সালে শীর্ষ ধনী ক্লাব হিসেবে স্থান পেয়েছিলো রিয়ালের নাম। এর আগে ২০১১ ও ২০১২ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটে ছিল সবার ওপরে। তবে এবার প্রথম ভিন্নতা দেখলো বিশ্ব। গত এক বছরে ডালাস কাউবয়ের আয় দেখানো হয়েছে ৪ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের বার থেকে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে তালিকায় অবশ্য আমেরিকান রাগবি দলগুলোরই আধিপত্য। যেখানে ২৭টি দলই রয়েছে সেখানের। আগের বারের শীর্ষে থাকা রিয়াল নেমে গেছে দ্বিতীয় স্থানে। আর চতুর্থস্থানে থাকা বার্সেলোনা উঠে এসেছে তৃতীয়তে। ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান পঞ্চম।

স্পন্সর, টিভি স্বত্ত ও বিভিন্ন আয়ের উৎস থেকে রিয়াল গত এক বছর ৩.৬৫ মার্কিন ডলার ঘরে তুলেছে। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার আয় দেখানো হয়েছে ৩.৫৫ মার্কিন ডলার। চুতর্থ স্থানে থাকা আমেরিকার বেসবল দল নিউইয়র্ক ইয়ানিস ঘরে তুলেছে ৩.৪০ মার্কিন ডলার। আর পাঁচে থাকা ম্যানইউ’র আয় ৩.৩৭ মার্কিন ডলার।

তালিকায় ফুটবল অন্য ক্লাবগুলোর মধ্যে ১২ নম্বরে রয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ, ২৩ নম্বরে আর্সেনাল, ২৮ নম্বরে ম্যানচেস্টার সিটি, ৩৬ নম্বরে চেলসি ও ৪১ নম্বরে লিভারপুল।

সূত্র-বাংলানিউজ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM