বিনোদন ডেক্স:
অবশেষে বাজারে আসলো ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জার আত্মজীবনীমূলক বই ‘এস এগেইনস্ট অডস’।
বাবা ইমরান মির্জাকে সঙ্গী করে আত্মজীবনীটি লিখেছেন সানিয়া।
আজ হায়দরাবাদে বইটর মোড়ক উন্মোচনে ছিলেন বলিউড সুপার স্টার শাহরুখ খান, বাবা ইমরান মির্জা ও সাংবাদিক শিবানী গুপ্তা।
টেনিস ক্যারিয়ারের প্রতিটি পর্বই ফুটে উঠেছে তার আত্মজীবনীতে। রয়েছ তার বিষয়ে বেশ কিছু অজানা তথ্যও।
১৬ বছর বয়সে মেয়েদের ডাবলসে উইম্বলডন চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেন সানিয়া মির্জা।
এরপর একের পর এক আন্তর্জাতিক টুর্নামেন্ট ও গ্র্যান্ড স্লাম জিতে ভারতের নাম উজ্জ্বল করেছেন তিনি।
কিংবদন্তি মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে বর্তমানে ডাবলসে বিশ্বের এক নম্বর তারকা এই সানিয়া মির্জা।
২০১২ সালে সিঙ্গলস থেকে অবসর গ্রহণ করে কেবল ডাবলসে মনোনিবেশ করেন এই টেনিস তারকা।
সূত্র-সমকাল
মন্তব্য করুন