বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন
স্পোর্টস ডেক্স:
গোল করা বা শিরোপা জেতার দিক থেকে চেয়ে পিছিয়ে থাকলেও আয়েক দিক দিয়ে মেসিকে বেশ পেছনে ফেলে দিয়েছেন রোনালদো।
ফোর্বস ম্যাগাজিন বলছে রোনালদোর বার্ষিক আয় যেখানে ৮৮ মিলিয়ন মার্কিন ডলার (৮ কোটি ৮০ লাখ টাকা) সেখানে তার চিরপ্রতিদ্বন্দ্বী মেসির আয় সাড়ে ৮১ মিলিয়ন ডলার।
আয়ের দিক থেকে রোনালদো রয়েছেন চারে আর মেসি রয়েছে আট নম্বর অবস্থানে।
গত বছরের জুন থেকে এ বছরের জুন পর্যন্ত বিশ্বব্যাপী বিভিন্ন পেশার তারকাদের সম্মানী হিসাব করে বার্ষিক তালিকায় এ তথ্য দিয়েছে ফোর্বস।
সাময়িকীটির তথ্য মতে, বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের সঙ্গে লোভনীয় স্পন্সর চুক্তি বাবদ ৫৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক পান রোনালদো।
এর মধ্যে অন্যতম হলো নাইকি, ট্যাগ হিউয়ের, সাকুর ব্রাদার্স স্যুটস এবং মন্সটার হেডফোনস। এর বাইরেও বিভিন্ন বাণিজ্যিক প্রমোশন থেকেও তার আয়টা ঈর্ষণীয়।
বিশ্বজুড়ে সব ধরনের সেলিব্রিটিদের আয়ের হিসাবে রোনালদো আছেন চতুর্থতে।
তারকা হিসেবে আয়ের দিক থেকে সবার ওপরে আছেন মার্কিন সঙ্গীতশিল্কপ্পী টেলর সুইফট। বছরে তার আয় ১৭০ মিলিয়ন মার্কিন ডলার।
সূত্র-সমকাল
মন্তব্য করুন