শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

শেষ হলো আয়কর মেলা: আদায় ৪৮২ কোটি ৫৫ লাখ

শেষ হলো আয়কর মেলা: আদায় ৪৮২ কোটি ৫৫ লাখ

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজর ডেক্স॥

শেষ হয়েছে সপ্তাহ ব্যাপী জাতীয় আয়কর মেলা। মেলার শেষ দিনেও মুখর ছিল মেলা প্রাঙ্গন। এবার মেলায় আয়কর আদায় হয়েছে ৪৮২ কোটি ৫৫ লাখ ৯৩ হাজার ৫৪৪ টাকা।

মেলার শেষদিন মঙ্গলবার আদায় হয়েছে ২০ কোটি ২৪ লাখ ৮ হাজার ৪৬৩ টাকা।

এদিন চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগের চারটি কর অঞ্চলে ৩৮ হাজার ৬৮৬ জন করদাতা সেবা নিয়েছেন।আয়কর রিটার্ন দাখিল করেছেন ৩ হাজার ১৭৬ জন। ১৮৬ জন নতুন ই-টিইএন নিবন্ধন এবং ১৭ জন পুনঃনিবন্ধন করেছেন।

আয়কর মেলার তথ্য ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম কর অঞ্চল-৪ যুগ্ম কমিশনার মো.মাসুদ রানা বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

গত বুধবার সকালে নগরীর আগ্রাবাদ সরকারি কার্যভবন-২ সংলগ্ন মাঠে সপ্তাহ ব্যাপী আয়কর মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

মাসুদ রানা জানান, চট্টগ্রাম বিভাগের চারটি কর অঞ্চলে মোট ৪৮২ কোটি ৫৫ লাখ ৯৩ হাজার ৫৪৪ টাকা আয়কর আদায় হয়েছে। ২ লাখ ৪৫ হাজার ৬৮৩ জন করদাতা সেবা নিয়েছেন। আয়কর রিটার্ন দাখিল করেছেন ১৭ হাজার ৪২০জন। ১ হাজার ৬০ জন নতুন ই-টিইএন নিবন্ধন এবং ৯৭ জন পুনঃনিবন্ধন করেছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM