বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার চাকঢালা-আশারতলী সড়কের চেরারকুল উঁচু পাহাড় এলাকার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে।
নাইক্ষ্যংছড়ি থানার উপ পরিদর্শক (এসআই) সোলতান উদ্দীন আহসান বাংলানিউজকে জানান, ২/১ দিন আগে ওই যুবককে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
১৩ সেপ্টেম্বর উপজেলার ঘুমধুম থেকে আরো এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
মন্তব্য করুন