মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন

পিস টিভি বন্ধে আজ সরকারি সিদ্ধান্ত হতে পারে

পিস টিভি বন্ধে আজ সরকারি সিদ্ধান্ত হতে পারে

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স:

ঢাকার গুলশান হামলার পর ভারতে পিস টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সে দেশের সরকার। ইসলামী রিসার্চ ফাউন্ডেশন ও পিস টিভির প্রতিষ্ঠাতা জাকির নায়েক নিজেও নজরদারির মধ্যে রয়েছেন। মুম্বাইয়ে তাঁর অফিস ঘিরে রেখেছে পুলিশ। শুধু টিভি সম্প্রচার বন্ধই নয়, ভারত সরকার সে দেশে ইউটিউব থেকেও জাকির নায়েকের বক্তব্য সরিয়ে নিতে গুগল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে। বিভিন্ন মহলের দাবি ও জঙ্গিবাদ উসকে দিতে পারে এমন আলোচনার পরিপ্রেক্ষিতে ঢাকার কেবল অপারেটররা প্রায় ৪০ শতাংশ এলাকায় পিস টিভির সম্প্রচার গতকাল শনিবার বিকেল থেকে বন্ধ রেখেছে। বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ বিষয়ে যদিও তথ্য মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি। আজ আইনশৃঙ্খলা কমিটির বৈঠকের পর কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটি থাকায় বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের বিষয়ে তথ্য মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। আজ রবিবার সরকারি অফিস-আদালত খুলছে। গতকাল বিকেলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কালের কণ্ঠকে বলেন, ‘আগামীকাল (আজ) আইনশৃঙ্খলা কমিটির বৈঠক হবে। সেখানে বিষয়টি তোলা হবে। আলোচনার পর সিদ্ধান্ত হতে পারে। এই টিভির বিরুদ্ধে কিছু অভিযোগ আমাদের কাছেও এসেছে। আমরা বিষয়গুলো দেখছি।’ এদিকে জাকির নায়েকের প্রচারণায় তরুণরা জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়ার অভিযোগের বিষয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার তিনি বলেন, গোয়েন্দা সংস্থা বিতর্কিত এই ব্যক্তির বিষয়ে তদন্ত করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের নিরাপত্তা স্ক্যানারের মধ্যে তিনি (জাকির নায়েক) আছেন। আমাদের গোয়েন্দা সংস্থা তদন্ত করে দেখছে যে তাঁর কর্মকাণ্ড ও বক্তৃতা প্ররোচনামূলক ছিল কি না। বাংলাদেশে জাকির নায়েকের অর্থ লেনদেনের বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে। তবে সরকার এখনো পিস টিভি সম্প্রচার নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।’ ভারতের বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েক পরিচালিত পিস টেলিভিশনে তাঁর বক্তব্য জঙ্গি কর্মকাণ্ড উসকে দেয়—উপমহাদেশের বিভিন্ন মহল থেকে এমন অভিযোগ জোরালো হচ্ছে। বিতর্কিত মতামত সম্প্রচারের অভিযোগে এরই মধ্যে সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে পিস টিভি ও জাকির নায়েকের বক্তব্য সম্প্রচার আগে থেকেই নিষিদ্ধ রয়েছে। পিস টিভির আর্থ স্টেশন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ভারত সরকার সে দেশে পিস টেলিভিশনের সম্প্রচার বন্ধ করলেও এটি অনলাইনে চালু আছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পিস টিভি বন্ধের নির্দেশ দিলেও কিছু কিছু অপারেটর সে দেশে অবৈধভাবে সম্প্রচার চালু রেখেছে। এসব অপারেটর পিস টিভির কনটেন্ট ডাউনলোড করে তা সম্প্রচার করছে। গত ১ জুলাই রাতে গুলশান হামলায় জড়িত একাধিক হামলাকারী জাকির নায়েকের অনুসারী ছিল বলে তদন্তকারীদের জানিয়েছে। জাকির নায়েকের বক্তব্যেই তারা জঙ্গি তত্পরতায় উদ্বুদ্ধ হয়েছে। তবে জাকির নায়েক বলেছেন, তাঁর কথায় কেউ জঙ্গি তত্পরতায় উদ্বুদ্ধ হতে পারে না। গুলশান হামলায় জড়িতদের মধ্যেও কেউ কেউ তাঁর অনুসারী থাকতে পারে। এতে তাঁর কোনো দায় নেই। ভারতীয় গণমাধ্যম বিভিন্ন বরাত দিয়ে জানিয়েছে, জাকিরের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে দক্ষিণ এশিয়ার বহু তরুণ জঙ্গিবাদে ঝুঁকছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, জাকির নায়েকের বিরুদ্ধে সরাসরি তরুণদের আইএসে যোগ দিতে উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে। তাঁর বক্তব্যে উদ্বুদ্ধ চার তরুণ আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিয়েছে বলে ভারত সরকারের কাছে প্রমাণ আছে। গত বছর ভারতের শ্রীনগর থেকে আরিব মাজিদকে গ্রেপ্তার করে দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা। আরিব মাজিদ ও তার তিন সঙ্গী আইএসের সঙ্গে সম্পৃক্ত। আরিব স্বীকার করেছে, জাকির নায়েকের ‘উদ্বুদ্ধকরণ’ বক্তব্য শুনে সে ও তার সঙ্গীরা আইএসে যোগ দিয়েছিল। ঢাকার গুলশান হামলার পর হামলাকারীদের মধ্যে জাকির অনুসারী ছিল এমন তথ্য পাওয়ার পর এ নিয়ে ভারতে যাচাই-বাছাই শুরু হয়। ভারত সরকার বাংলাদেশ সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক অনুরোধের দিকে চেয়ে না থেকে পিস টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে কেবল অপারেটরদের। জঙ্গিবাদে উৎসাহ জোগানোর অভিযোগ খতিয়ে দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য মহারাষ্ট্র সরকার জাকির নায়েকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। ভারতে সম্প্রচার বন্ধের পর তথ্য মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত না নিলেও গতকাল থেকে ঢাকা মহানগরীর প্রায় ৪০ শতাংশ এলাকায় পিস টিভি সম্প্রচার বন্ধ করে দিয়েছেন অপারেটররা। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ও ডিজি টোয়েন্টি ওয়ান সিস্টেমস লিমিটেডের চেয়ারম্যান এস এম আনোয়ার পারভেজ গতকাল শনিবার বিকেলে কালের কণ্ঠকে বলেন, ‘ঢাকায় পিস টিভি সম্প্রচার করে থাকে ১২-১৩টি কেবল টিভি সম্প্রচার প্রতিষ্ঠান। তার মধ্যে আমাদের ডিজি টোয়েন্টি ওয়ান সিস্টেমস লিমিটেডের আওতাধীন এলাকায় বিকেল থেকেই সম্প্রচার বন্ধ করে দিয়েছি। গুলশান, বনানী, বারিধারা ধানমণ্ডির কিছু অংশ, মগবাজার, মালিবাগ, উত্তরা, ডেমরা, মাতুয়াইল, রায়েরবাজার, শংকর, রামপুরা, হাজীপাড়া, নিকুঞ্জ, খিলক্ষেত, খিলগাঁও, মধুবাগসহ বিভিন্ন এলাকায় পিস টিভির সম্প্রচার বন্ধ আছে।’ কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সূত্র জানায়, ঢাকার অপারেটররা পিস টিভি সর্বত্রই বন্ধ করে দিতেন। তবে নিয়ন্ত্রণ তথ্য মন্ত্রণালয়ের হাতে থাকায় তাঁরা সরকারি নির্দেশের অপেক্ষায় আছেন। টিভি চ্যানেল সম্প্রচারের এখতিয়ার আগে কেবল অপারেটরদের হাতে ছিল। পাঁচ বছর ধরে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চ্যানেল সম্প্রচার করছেন তাঁরা। তথ্য মন্ত্রণালয়ের টিভি-২ শাখার সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা কালের কণ্ঠকে গতকাল বিকেলে জানান, ছুটি থাকায় এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। এদিকে জাকির নায়েক এক ভিডিও বার্তায় বলেছেন, ‘বাংলাদেশের ৯০ ভাগ মানুষ আমাকে চেনে। এর মধ্যে ৫০ ভাগ আমার ভক্ত। তবে ভক্তদের সবাই আমার কথার অনুসারী নাও হতে পারে। নিরীহ মানুষ হত্যাকে উৎসাহিত করি এমন বক্তব্যের সঙ্গে আমি একমত নই।’ জানা গেছে, পিস টিভি জাকির নায়েক পরিচালিত মুম্বাইভিত্তিক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান। এই টিভিতে ধর্ম নিয়ে আলোচনায় ইসলামের যে ব্যাখ্যা তিনি দেন, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন সময়ে। ২০০৭ সালের ২৪ জানুয়ারি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল নামের একটি দাতব্য প্রতিষ্ঠান খোলা হয় যুক্তরাজ্যের লন্ডনে। অন্যান্য কাজের পাশাপাশি এই সংগঠনের উদ্দেশ্য ছিল ধর্মীয় সহিষ্ণুতা ও সম্মিলন বাড়ানো, সন্ত্রাসবাদের শিকার তরুণদের মাদক থেকে রক্ষা করার মতো বিষয়গুলো। ড. জাকির নায়েক এই সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক। সংগঠনটি একটি প্রাইভেট লিমিটেড কম্পানি হিসেবে নিবন্ধিত। ২০০৭ সালে এর নিবন্ধন হয়। তখন জাকির নায়েক ছিলেন এটির প্রতিষ্ঠাতা পরিচালক। ১৯৬৫ সালের ১৮ অক্টোবর ভারতের মুম্বাইতে জন্মগ্রহণ করেন জাকির আবদুল করিম নায়েক, যিনি এখন জাকির নায়েক নামে পরিচিত।

সূত্র-কালেরকণ্ঠ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM