প্রায় সোয়া ঘণ্টার বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”
জাতিসংঘের ৭০ তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বুধবার নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপতি জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ানস অব দ্যা আর্থ’ পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বলে জানান প্রেসসচিব।
চলতি বছর ‘পলিসি লিডারশিপ’ ক্যাটাগরিতে জাতিসংঘের পরিবেশ বিষয়ক এই সর্বোচ্চ পুরস্কারের জন্য শেখ হাসিনার নাম ঘোষণা করা হয়েছে।
নিউইয়র্কে আগামী ২৭ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে শেখ হাসিনার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।
প্রেস সচিব বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর এই অর্জন বাংলাদেশ ও বাঙালি জাতির জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই পুরস্কার লাভের ফলে জনগণ পরিবেশ সুরক্ষায় আরও উৎসাহিত হবে।”ময়মনসিংহ বিভাগ গঠনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এই পদক্ষেপের ফলে ময়মনসিংহ অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে।
গত ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলা নিয়ে দেশের অষ্টম বিভাগ গঠনের অনুমোদন দেওয়া হয়।
সাক্ষাতের সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অগ্রিম ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বলে জানান জয়নাল আবেদীন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন