বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন

হামলাকারীরা সবাই জেএমবি : আইজিপি

হামলাকারীরা সবাই জেএমবি : আইজিপি

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, গুলশানে হামলাকারীরা সবাই জেএমবি সদস্য। তবে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সাথে তাদের যোগাযোগ থাকতে পারে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইজিপি আজ রবিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন দুই পুলিশ কনস্টেবল ও মাইক্রোবাসচালককে দেখার পর সাংবাদিকদের সাথে এ কথা বলেন। শুক্রবার রাতে গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হামলায় পুলিশ কনস্টেবল আলমগীর হোসেন ও প্রদীপ চন্দ্র দাস এবং মাইক্রোবাসচালক আব্দুর রাজ্জাক আহত হন। বর্তমানে তারা ঢামেক হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তিনি বলেন, হামলাকারীরা জেএমবি সদস্য। তবুও বিষয়টি তদন্ত করে দেখছি। এ ধরনের হামলা যাতে না হয় তার বিষয়ে আমরা সজাগ রয়েছি। এ বিষয়ে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, ওই অপরাধীদের নামের তালিকা ছিল আমাদের কাছে। তারা বিভিন্ন সময় নাম পরিবর্তন করে অপরাধ কর্মকাণ্ড চালাতেন বলেও জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, হামলার আগাম কোনো গোয়েন্দা খবর ছিল না। তবে হামলার পর আমরা খবর পেয়েছি। এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক তাদের দেখতে যান। স্বাস্থ্যমন্ত্রী এ সময় আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

সূত্র-কালেরকণ্ঠ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM