বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরখাস্ত

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করার ঘটনায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে বরখাস্ত করা হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকাশিত স্মরণিকার এ ভুল তথ্য প্রকাশের ঘটনা জানাজানি হওয়ার পর তুলকালাম কাণ্ড ঘটে।

এই ঘটনায় আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের গাড়ি ভাঙচুর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।  জানা গেছে, ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় ‘স্মৃতি অম্লান’ শিরোনামে এ নিবন্ধের লেখক বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে উল্লেখ করেন।

এ ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হলে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সভায় স্মরণিকা প্রত্যাহার করেন এবং ভুল স্বীকার করে নেন। তিনি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এদিকে ক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা সৈয়দ রেজাউর রহমানের কক্ষে তালা মেরে দেন। আ আ ম স আরেফিন সিদ্দিক দুপুর ৩টার স্মৃতি অম্লান চত্বরে (ভিসি চত্বর) এলাকায় গাড়ি নিয়ে পৌঁছলে ছাত্রলীগের নেতাকর্মীরা তার গাড়ি ভাঙচুর করে। এ সময় উপাচার্যকে পুলিশ প্রহারায় বাসভবনে নেওয়া হয়।

সূত্র-সময়বার্তা


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM