বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন

১-৯ জুলাই টানা ৯ দিন সরকারি ছুটি

১-৯ জুলাই টানা ৯ দিন সরকারি ছুটি

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স:

এবারের ঈদুল ফিতরে টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আগামী ১ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটির দিন অফিস করার শর্তে ঈদের আগে আগামী ৪ জুলাই ছুটি ঘোষণা করেছে সরকার। এরফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা নয়দিন ছুটি ভোগ করতে পারবেন। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ৪ জুলাই সরকারি ছুটি ছিল না। প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ওই দিন সরকারি ছুটি ঘোষণা করেছেন। তবে, এর পরিবর্তে আগামী ১৬ জুলাই শনিবার কর্মদিবস থাকবে বলে একটি সূত্রে জানা গেছে।

আগামী ২ জুলাই, শনিবার শবে কদরের পরদিন রোববার সরকারি ছুটি। শবে কদরের ছুটির পর ও ঈদের আগে ৪ জুলাই একদিন অফিস খোলা ছিলো। ওই দিন সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা। ৬ জুলাই সম্ভাব্য ঈদ ধরে ৫-৭ জুলাই পূর্বনির্ধারিত ঈদের ছুটি রয়েছে। ৪ জুলাই ছুটি ঘোষণা করার ফলে ১ থেকে ৯ জুলাই টানা নয়দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সূত্র-কালেরকণ্ঠ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM