বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন
আলোকিত কক্সবাজার ডেক্স:
গৃহকর্তার ৩৯ জন স্ত্রী। ৯৪টি সন্তান। ১৪ জন পুত্রবধূ। ৩৩ জন নাতি-নাতনি। গৃহকর্তার নাম জিওনা চানা। নির্মাণকর্মী জিওনা থাকেন মিজোরামের বাক্তওয়াং ভিলেজে। এখন জিওনার বয়স ৬৭ বছর। এই বয়সেও তিনি ৩৯ জন স্ত্রীকে নিয়ে বহাল তবিয়তে সংসার চালিয়ে যাচ্ছেন। কবে কোন স্ত্রী তাঁর শয়নকক্ষে জায়গা পাবেন, সেটা রুটিন মেনে চলে। অনেক সময়ে এক মাসে একবারও স্বামীর ডাবলবেড-এ জায়গা পান না স্ত্রীরা। তখন শুতে হয় ডরমেটরিতে।
আর জিওনা শুধু বিশ্বের বৃহত্তম পরিবারের কর্তাই নন, তিনি ওই এলাকার প্রায় ৪ হাজার পরিবারের যে চানা সম্প্রদায় তারও কর্তা।
মন্তব্য করুন