বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন

তৈয়ব উল্লাহসহ ৫০ বিএনপি-জামায়াতের নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

তৈয়ব উল্লাহসহ ৫০ বিএনপি-জামায়াতের নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

অনলাইন বিজ্ঞাপন

সংবাদদাতা:

রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা সৈয়দ নজরুল ইসলামকে হত্যা প্রচেষ্টার অভিযোগে জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরীর ভগ্নিপতি তৈয়ব উল্লাহ চৌধুরী,শিবির ক্যাডার জেকিসহ ২৮ জনের নাম উল্লেখ করে ৫০ জন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত ৭ জুন চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে রামু থানায় এ মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি প্রভাস চন্দ্র ধর।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত ২৭ মে গর্জনিয়া ইউনিয়নের ফকির পাড়া এলাকায় সৈয়দ নজরুল ইসলাম তার মামাত ভাই জয়নাল আবেদীন সিকদারের বাসায় অবস্থান করছিলেন। খবর পেয়ে সন্ধ্যা ৭ টার দিকে জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরীর ভগ্নিপতি তৈয়ব উল্লাহ চৌধুরীর নির্দেশে শিবির ক্যাডার জেকি,রাসেল ও লাবলুর নেতৃত্বে অর্ধ শতাধিক বিএনপি,জামায়াত-শিবিরের ক্যাডার সশ্বস্ত্র হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা জয়নাল আবেদীন সিকদারের বাসার বাউন্ডারী ভেঙ্গে ভেতরে প্রবেশ করে লোহার রড ও কিরিচ দিয়ে পিটিয়ে চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের একটি হাত ভেঙ্গে দেয় এবং কিরিচ দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে পার্শ্ববর্তী এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা ব্যাপক তান্ডব চালিয়ে পালিয়ে যায়। পরে লোকজন আহত নজরুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মীরা জানান, বর্তমানে আইন-শৃংখলা বাহিনীর নাশকতাবিরোধী সক্রিয় ভুমিকা থাকায় বিএনপি-জামায়াতের অস্ত্রধারী ক্যাডাররা কোনঠাসা হয়ে পড়েছে। এ সুযোগে গর্জনিয়া ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী তৈয়ব উল্লাহ চৌধুরী জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরীর ভগ্নিপতি ও মামাত ভাই হওয়ার সুবাদে এলাকায় দীর্ঘ দিন ধরে তিনি গোপনে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রাখতে সক্রিয় ভাবে কাজ করে আসছেন। এমনকি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র প্রাথীকে বিজয়ী করতেও নান ভাবে কাজ করছিলেন।

গর্জনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: আইয়ুব সিকদার জানান, বর্তমানে জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরীর পরামর্শে গর্জনিয়া ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী তৈয়ব উল্লাহ চৌধুরী সরকার বিরোধী নানা ভাবে কাজ করে যাচ্ছেন। বিষয়টি আইন-শৃংখলা বাহিনী জানানো হয়েছে।

গর্জনিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘বিএনপির এলাকা হিসাবে খ্যাত গর্জনিয়া ইউনিয়নে আওয়ামীগের নেতা-কমী বাড়াতে এবং বর্তমান সরকারের উন্নয়ন তোলে ধরতে কাজ করতে গিয়ে মিথ্যা মামলাথেকে শুরু করে নানা ষড়যন্ত্রের স্বীকার হচ্ছি। এমনকি আমি এবং আমার পরিবারের জীবনের নিরাপত্বা নিয়েও শংকিত’।

সূত্র-কক্সবাজার নিউজ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM