বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
বিনোদন ডেস্ক
বিশ্বসুন্দরীর মঞ্চ থেকে মুকুট জিতেছেন। অভিনয় করেছেন অনেক ছবিতে। সহশিল্পী হিসেবে পেয়েছেন বেশ কয়েকজন সুপারস্টারকে। গুণী নির্মাতাদের সঙ্গে কাজের অভিজ্ঞতাও হয়েছে। তবুও প্রত্যাবর্তনের ছবি নিয়ে নার্ভাস ঐশ্বরিয়া রাই বচ্চন। পাঁচ বছর পর রূপালি পর্দায় ফিরছেন বলেই তার এই দুশ্চিন্তা।
‘জাজবা’ নামের ছবিটি মুক্তির সময় ঘনিয়ে এসেছে। আগামী ৯ অক্টোবর থেকে এটি প্রেক্ষাগৃহে দেখা যাবে। সব কাজ শেষ হওয়ার সুবাদে গত রোববার (২০ সেপ্টেম্বর) পরিচালক সঞ্জয় গুপ্তর দেওয়া এক অনুষ্ঠানে অ্যাশ বলেছেন, ‘মনে হচ্ছে আমি নার্ভাস। কারণ ছবিটি দেখার জন্য সবাই প্রতীক্ষায় আছেন। অক্টোবর খুব বেশি দূরে নয়। ছবিটি মুক্তি পেতে খুব বেশি সময়ও নেই।’
‘জাজবা’য় আইনজীবী চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া। এই অভিজ্ঞতা জানাতে গিয়ে ৪১ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘কাজটা করতে গিয়ে আমরা দারুণ সময় কাটিয়েছি। আগেও বলেছি, সঞ্জয়ের (গুপ্ত) সঙ্গে কাজ করে চমৎকার লেগেছে। যদিও চূড়ান্ত ছবিটি এখনও দেখিনি। দেখা যাক কি হয়।’
মন্তব্য করুন