বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেক্স:
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো শহরে সমকামীদের একটি নাইটক্লাবে এক বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী ‘পালস ক্লাব’-নামের ওই নাইটক্লাবটিতে থাকা মানুষদের জিম্মি করা রেখেছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
বোমা নিষ্ক্রীয় দল এবং জরুরি সেবা প্রদানের বিভিন্ন যানবাহন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। অরল্যান্ডো পুলিশ ঘটনাস্থল থেকে সাধারণ মানুষদের সরে যেতে নির্দেশ দিয়েছে।
সামাজিকে যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ফ্লোরিডার অরল্যান্ডো শহরে অবস্থিত ওই ক্লাবটির বাইরে বিভিন্ন জরুরি সেবা প্রদানকারী যানবাহন দাঁড়িয়ে আছে এবং আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা যায়, রবিবার স্থানীয় সময় রাত দুইটার দিকে ক্যালে এবং অরেঞ্জ অ্যাভিনিউয়ের কাছাকাছি অবস্থিত ক্লাবটিতে শতাধিক ব্যক্তি ল্যাটিন থিমড নাইট উদযাপন করছিলেন। সেসময়ই একজন বন্দুকধারী ক্লাবটিতে ঢুকে এলাপাথাড়ি গুলি চালায়। সূত্র: বিবিসি-সূত্র-বিবার্তা
মন্তব্য করুন