রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৯ অপরাহ্ন

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮টায়

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮টায়

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স:

eidgah_967692155শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে সকাল সাড়ে ৮ টায় এ জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজাম উদ্দিনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় ঈদগাহের ওই ঈদ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। আর বিকল্প ইমাম হিসেবে থাকবেন মুফতি সৈয়দ ওয়াহিদুজ্জামান।

এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।

প্রথম জামাতে বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী, দ্বিতীয় জামাতে বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মাওলানা এহসানুল হক, তৃতীয় জামাতে কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিন আযহারী ইমামতি করবেন।

এছাড়া চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মাওলানা মুহাম্মদ আবদুস সালাম এবং সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া আল বাগদাদী ইমামমতি করবেন বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM