বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন

‘নেইমার’ নির্ভরশীলতা বন্ধে ব্রাজিল

‘নেইমার’ নির্ভরশীলতা বন্ধে ব্রাজিল

অনলাইন বিজ্ঞাপন

স্পোর্টস ডেক্স:

শতবর্ষী কোপা আমেরিকায় ব্রাজিল দলে নেইমারের অনুপস্থিতি লক্ষণীয়। আক্রমণভাগের সেরা অস্ত্রকে ছাড়াই প্রতিপক্ষের চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেলেকাওরা। তবে নেইমারের ওপর ব্রাজিলের নির্ভরশীলতা বন্ধ করা প্রয়োজন বলে দাবি তুলেছেন রিয়াল মাদ্রিদের সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার সিসিনহো।

নেইমারের অনুপস্থিতিতে কোপার শিরোপা লড়াইয়ে দলের বাকি সদস্যদের এগিয়ে আসার বিকল্প নেই বলেই মনে করেন ব্রাজিলের হয়ে ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সিসিনহো।

সিসিনহোর মতে, নেইমারের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে ব্রাজিল, ‘আমরা ফুটবলের দেশ। আমরা একজন খেলোয়াড়ের ওপর নির্ভর করতে পারি না। যদি নেইমার খেলে, ব্রাজিল জেতে। যদি নেইমার না খেলে, ব্রাজিল জেতে না। কিন্তু না, ব্রাজিল নেইমারের চেয়ে বেশি কিছু। তাই আমাদের তাকে ছাড়াই জেতার প্রস্তুতি নিতে হবে। কারণ, নেইমার সব সময়ই খেলতে সক্ষম হবে না।’

‘একটা সময় বার্সেলোনা নেইমারকে ছাড়বে না, একটা সময় নেইমার ক্লান্ত হয়ে পড়বে। তাই আমরা ব্রাজিলিয়ানদের এমন কারো সন্ধান করতে হবে যারা ব্রাজিলের জার্সি গায়ে সবকিছু সামাল দিতে পারবে। বর্তমান সেলেকাও টিম সীমিত। সব চাপ গিয়ে পড়ে নেইমারের কাঁধে। ছেলেটার জন্য এটা অতিরিক্ত চাপ।’-যোগ করেন ৩৫ বছর বয়সী লেফট ব্যাক সিসিনহো।

ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের হতাশা নিয়ে কোপা আমেরিকা মিশন শুরু করে নেইমারবিহীন ব্রাজিল। তবে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সমর্থকদের আক্ষেপ মেটান কার্লোস দুঙ্গার শিষ্যরা। হাইতিকে ৭-১ গোলে বিধ্বস্ত করেই প্রথম জয় তুলে নেন কুতিনহো-উইলিয়ানরা।

কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল। সোমবার (১৩ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে।

সূত্র-বাংলানিউজ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM