বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন

কসক কলেজ অধ্যক্ষ এ.কে.এম ফজলুল করিম চৌধুরী শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হওয়ায় কলেজ ছাত্রলীগ’র অভিনন্দন

কসক কলেজ অধ্যক্ষ এ.কে.এম ফজলুল করিম চৌধুরী শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হওয়ায় কলেজ ছাত্রলীগ’র অভিনন্দন

অনলাইন বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তি:

জাতীয় শিক্ষা সপ্তাহ-১৬ উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় কক্সবাজার সরকারি কলেজ উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ বিবেচিত হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বিবেচিত হয়েছেন। তাছাড়া শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হয়েছেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ নুরুল আলম, শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হয়েছেন কলেজের বিএনসিসি নৌ শাখার প্লাটুন কমান্ডার ও ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক মুহাম্মদ উল্লাহ। তাছাড়া ১৪ টি শিক্ষার্থীর ইভেন্টে (সিনিয়র ও জুনিয়র গ্রুপে) কক্সবাজার সরকারি কলেজ উল্লেখযোগ্য সংখ্যক ইভেন্টে উপজেলা ও জেলা পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। কলেজের এই বিরল কৃতিত্বের জন্য কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী কলেজের উপাধ্যক্ষসহ সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মচারিদের অভিনন্দন জ্ঞাপন করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুর রহমান রুবেল এবং সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।

নেতৃবৃন্ধরা বলেন, প্রতিষ্টান প্রধানের আন্তরিকতার ফলে এ অর্জন সম্ভব হয়েছে। আশা করি এ সাফল্য আরো বেগবান হবে। এজন্য তারা কলেজ শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM