শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

এক ম্যাচের মূল্যই যখন ১৯৩৬ কোটি টাকা!

এক ম্যাচের মূল্যই যখন ১৯৩৬ কোটি টাকা!

অনলাইন বিজ্ঞাপন

স্পোর্টস ডেক্স:

ইংলিশ চ্যাম্পিয়নশিপে কাল মুখোমুখি হবে মিডলসবরো ও ব্রাইটন। ভাবতেই পারেন, ‘হু কেয়ারস? কার কী আসে যায়?’ যেখানে জমে উঠেছে লা লিগার শিরোপা লড়াই, যেখানে আবারও চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মাদ্রিদ ডার্বি, যেখানে লেস্টার রূপকথায় ফুটবল বিশ্ব মুখর, সেখানে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের এক ম্যাচে কারও আসলেই কিছু যায় আসে না। ভুলটা হচ্ছে এখানেই, এই ম্যাচের সঙ্গে যে জড়িয়ে আছে ১৯৩৬ কোটি টাকা!
পরবর্তী মৌসুমে প্রিমিয়ার লিগে নিজেদের জায়গা করে নিয়েছে বার্নলি। কাল দ্বিতীয় দল হিসেবে প্রিমিয়ার লিগে ওঠার লড়াইয়ে নামবে মিডলসবরো ও ব্রাইটন। জয়ী দলটি সরাসরি উঠে যাবে প্রিমিয়ার লিগে আর পরাজিত দলকে আবারও ‘বাছাইপর্ব’ খেলে নিশ্চিত করতে হবে ইংলিশ প্রিমিয়ার লিগে ওঠা। এটি প্রতি মৌসুমের নিয়মিত ঘটনা। প্রিমিয়ার লিগ থেকে তিনটি দলের অবনমন হয়, চ্যাম্পিয়নশিপ থেকে তিনটি দল উঠে যায় প্রিমিয়ার লিগে। কিন্তু এ ম্যাচটিকে অন্য চেহারা দিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন টিভি স্বত্ব চুক্তি।
২০১৬-১৭ মৌসুম ২০১৮-১৯ মৌসুম পর্যন্ত টিভি স্বত্বের নতুন চুক্তি করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। অঙ্কটা অবিশ্বাস্য, ৮৫০ কোটি পাউন্ড! এর ফলে ইংলিশ প্রিমিয়ার লিগ এখন বিশ্বের সবচেয়ে লোভনীয় এক লিগে পরিণত হয়েছে। আগামী মৌসুমে ইংলিশ লিগে সব কটি ক্লাব ঘরোয়া টিভি স্বত্ব থেকে পাবে ৩৮ মিলিয়ন পাউন্ড, আন্তর্জাতিক টিভি স্বত্ব থেকে আরও ৪৭ মিলিয়ন। দলের পারফরম্যান্সই ও টিভি পর্দায় কোন দলের খেলা দেখানো হচ্ছে সেটার ভিত্তিতে ১২ মিলিয়ন থেকে ৬১ মিলিয়ন পাউন্ড পর্যন্ত আয় করার সুযোগ রয়েছে। অর্থাৎ লিগে ২০ম স্থান পেলেও একটি দল কমপক্ষে ৯৭ মিলিয়ন পাউন্ড পাবে, বাংলাদেশের মূল্যমানে যা ১১০৪ কোটি ৭৭ লাখ টাকার কিছু বেশি!

এখানেও শেষ হচ্ছে না দলগুলোর অর্থ আয়ের সুযোগ। ২০১৬-১৭ মৌসুমে প্রিমিয়ার লিগে খেলা দলটি অবনমিত নিচের সারিতে চলে গেলেও পরের দুই মৌসুমে প্যারাস্যুট পেমেন্ট। ফলে সব মিলিয়ে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে উঠলেই আগামী তিন মৌসুমে ১৭০ মিলিয়ন পাউন্ড (প্রায় ১৯৩৬ কোটি টাকা) নিশ্চিত! আর যদি কোনো ক্লাব এবার অবনমন এড়াতে পারে তবে টাকার অঙ্কটা বেড়ে দাঁড়াবে ৩২৯৯ কোটি ৭৭ লাখে! এ পরিমাণ অর্থ ইউরোপের অন্য লিগগুলোর অনেক পরাশক্তিও পায় না। ফলে অন্য সব লিগ থেকে সেরা খেলোয়াড়দের প্রলুব্ধ করে আনা খুবই সহজ হয়ে উঠছে ইংলিশ ক্লাবগুলোর জন্য।
মাত্র এক ম্যাচ দিয়েই এত কিছু! কাল মিডলসবরো ও ব্রাইটন যে জানপ্রাণ দিয়েই জিততে চাইবে, সেটি বোধ হয় না বললেও চলছে। সূত্র : সিএনএন, বিবিসি, টোটাল স্পোর্টেক।

সূত্র- প্রথম আলো


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM