বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন
আলোকিত কক্সবাজার ডেক্স:
টেকনাফের উত্তর নয়াপাড়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি টাকা।
শুক্রবার ভোরে ওই গ্রামের রমজান আহম্মদের পরিত্যক্ত বাড়ির পাশের জঙ্গলের ভেতর থেকে দুইটি বস্তায় থাকা এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফস্থ বিজিবি-২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক আবু রাসেল জানান, ইয়াবা বেচকেনা হবে এমন সংবাদের ভিত্তিতে ওই পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে পুকুরের পাশে জঙ্গলের মধ্যে পরিত্যক্ত অবস্থায় দুইটি বস্তা উদ্ধার করা হয়।
তিনি জানান, বস্তায় তিন কোটি টাকা মূল্যের এক লাখ পিস ইয়াবা পাওয়া গেছে। জব্দ করা ইয়াবা পরবর্তীতে ধ্বংস করা হবে।
মন্তব্য করুন